অনেকটা পথ পেরিয়ে এসেছি
অনেকটা পথ পেরিয়ে এসেছি
মোঃ রায়হান কাজী
----------------------------
জীবনে অনেকটা পথ পেরিয়ে এসেছি,
এ-র মধ্য কিছু সাফল্য ছিনিয়ে আনতে গিয়ে,
অনেককে মজার ছলে হাসিয়েছি।
অনেককে আবার আবেগঘন কথাবার্তা বলে,
অসময়ে বৃষ্টিতে অঝোরে কাঁদিয়েছি।
তবুও অনেকটা পথ পেরিয়ে এসেছি,
কতশত ঘটনা ঘটিয়ে রটিয়েছি
সবার মুখের বুলিতে পরিনত হয়তোবা হয়েছি।
মহাজীবনের ক্ষয় বেদনার সঞ্চয়,
তপ্ত হৃদয়ে রক্তের দাগ লাগিয়েছি।
স্বপ্ন পূরণের লক্ষ্য নিরলস সাধন করেছি,
এগিয়ে গিয়ে ও পূর্ণ সফলতা এখনো পায়নি।
তারপরও অনেকটা পথ পেরিয়ে এসেছি,
ক্রমাগত জীবনমানের উন্নয়নের প্রচেষ্টায়
তৃষ্ণাত্ব হয়ে অনেক বইয়ের পাতায় মুখ ডুবিয়েছি।
অপূর্ণ আকাঙ্খাগুলো স্মৃতি চারণা করতেই,
ধৈর্যের বাঁধে ফাটলের ভয়ে সঙ্কোচন বাড়িয়েছি।
ভাবুক মনে ভাবনার প্রতিফলন ঘটিয়ে,
সাফল্য চিনেছে যে- বিভীষণ।
কিছু অর্জন আছে ক্ষুদ্র জীবনের গতিপথে,
স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে দৃষ্টির পড়েনি বিকিরণ।
পরিশেষে অনেকটা পথ পেরিয়ে এসেছি,
জানি আরও বহুদূর এগিয়ে যেতে হবে।
মোঃ রায়হান কাজী
----------------------------
জীবনে অনেকটা পথ পেরিয়ে এসেছি,
এ-র মধ্য কিছু সাফল্য ছিনিয়ে আনতে গিয়ে,
অনেককে মজার ছলে হাসিয়েছি।
অনেককে আবার আবেগঘন কথাবার্তা বলে,
অসময়ে বৃষ্টিতে অঝোরে কাঁদিয়েছি।
তবুও অনেকটা পথ পেরিয়ে এসেছি,
কতশত ঘটনা ঘটিয়ে রটিয়েছি
সবার মুখের বুলিতে পরিনত হয়তোবা হয়েছি।
মহাজীবনের ক্ষয় বেদনার সঞ্চয়,
তপ্ত হৃদয়ে রক্তের দাগ লাগিয়েছি।
স্বপ্ন পূরণের লক্ষ্য নিরলস সাধন করেছি,
এগিয়ে গিয়ে ও পূর্ণ সফলতা এখনো পায়নি।
তারপরও অনেকটা পথ পেরিয়ে এসেছি,
ক্রমাগত জীবনমানের উন্নয়নের প্রচেষ্টায়
তৃষ্ণাত্ব হয়ে অনেক বইয়ের পাতায় মুখ ডুবিয়েছি।
অপূর্ণ আকাঙ্খাগুলো স্মৃতি চারণা করতেই,
ধৈর্যের বাঁধে ফাটলের ভয়ে সঙ্কোচন বাড়িয়েছি।
ভাবুক মনে ভাবনার প্রতিফলন ঘটিয়ে,
সাফল্য চিনেছে যে- বিভীষণ।
কিছু অর্জন আছে ক্ষুদ্র জীবনের গতিপথে,
স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে দৃষ্টির পড়েনি বিকিরণ।
পরিশেষে অনেকটা পথ পেরিয়ে এসেছি,
জানি আরও বহুদূর এগিয়ে যেতে হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিবগাতুর রহমান ৩০/০৬/২০২৩দারুন লিখেছেন
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/০৫/২০২৩এগিয়ে যেতে হয় সাফল্যের লক্ষ্যে!
-
রাবেয়া মৌসুমী ০৬/০৫/২০২৩চালিয়ে যান ভালোলাগা রইলো।
-
মুহম্মদ রফিকুল ইসলাম ০৪/০৫/২০২৩অন্যের কবিতা চুরি করে নিজের নামে লিখে বড় কবি সাজেন কাজী সাহেব। তার সব কবিতাই দেশবরেণ্য কবিদের থেকে চুরি করা। তিনি একজন প্রতিষ্ঠিত কবিতা চোর। tarunyo.com থেকে তার ব্লগ বাতিলের দাবি করছি।
-
ফয়জুল মহী ০৩/০৫/২০২৩খুব সুন্দর শব্দ মালা ।
কবিকে অভিনন্দন প্রাণঢালা ।।