রঙহীন জীবন
রঙহীন জীবন
মোঃ রায়হান কাজী
------------------
ক্ষুদ্র জীবনের ত্রিসীমানায়
ধূসর হাওয়ার আনাগোনা
স্মৃতিচারণ করতে গেলেই
নেমে আসে বিষাদের ছায়া।
রঙহীন জীবনটাকে রাঙাতে,
কত স্বপ্ন দিয়েছিলো দেখা?
লেখা হয়ছে অনেক কল্পকথা,
তবুও ইচ্ছেগুলো হয় না ছোঁয়া।
চোখের নীলচে রেখার জল,
করতো কত টলমল ডায়রির পাতা?
অনেক উপন্যাস লিখতে গিয়ে,
শেষটা কেন-জানিনা হয়না লেখা?
নীল খামেতে লেখা পুরনো কবিতা,
ধূলোজমা ডায়রির অবিচ্ছেদ্য পাতা।
কোনো এক গাঙচিল বিকালবেলা?
হঠাৎ করেই সঙ্গীর সাথে হয়েছিলো দেখা।
আজগুবি কথাবার্তার কত জল্পনা,
সন্ধ্যাবাতির সাঁজে প্রদীপের শিখা।
অবুঝ মনের ভিতর ভর করেছিলো,
ভালোবাসার রঙের কতশত আল্পনা?
তারপর আবার গল্পের ইতিটানা,
দু'জন দু'দিকে গিয়ে নতুনত্ব খোঁজা,
এঁকে ছিলাম দূরন্ত ধূসর সীমারেখা,
গোধূলিলগ্নে শেষটা রাঙানো হয়নি কল্পনা।
তবুও রঙহীন জীবনের গল্পের তিক্ততা,
জমে আছে অলিখিত ডায়রির শেষপাতা।
মোঃ রায়হান কাজী
------------------
ক্ষুদ্র জীবনের ত্রিসীমানায়
ধূসর হাওয়ার আনাগোনা
স্মৃতিচারণ করতে গেলেই
নেমে আসে বিষাদের ছায়া।
রঙহীন জীবনটাকে রাঙাতে,
কত স্বপ্ন দিয়েছিলো দেখা?
লেখা হয়ছে অনেক কল্পকথা,
তবুও ইচ্ছেগুলো হয় না ছোঁয়া।
চোখের নীলচে রেখার জল,
করতো কত টলমল ডায়রির পাতা?
অনেক উপন্যাস লিখতে গিয়ে,
শেষটা কেন-জানিনা হয়না লেখা?
নীল খামেতে লেখা পুরনো কবিতা,
ধূলোজমা ডায়রির অবিচ্ছেদ্য পাতা।
কোনো এক গাঙচিল বিকালবেলা?
হঠাৎ করেই সঙ্গীর সাথে হয়েছিলো দেখা।
আজগুবি কথাবার্তার কত জল্পনা,
সন্ধ্যাবাতির সাঁজে প্রদীপের শিখা।
অবুঝ মনের ভিতর ভর করেছিলো,
ভালোবাসার রঙের কতশত আল্পনা?
তারপর আবার গল্পের ইতিটানা,
দু'জন দু'দিকে গিয়ে নতুনত্ব খোঁজা,
এঁকে ছিলাম দূরন্ত ধূসর সীমারেখা,
গোধূলিলগ্নে শেষটা রাঙানো হয়নি কল্পনা।
তবুও রঙহীন জীবনের গল্পের তিক্ততা,
জমে আছে অলিখিত ডায়রির শেষপাতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৬/০৯/২০২৩চরম বাস্তবতায় অনুপম
-
আব্দুর রহমান আনসারী ২০/০৭/২০২৩অনুপম কবিতার ভাষায় মনোমুগ্ধকর
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/০৬/২০২৩মুগ্ধতা রইল!
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৪/২০২৩ভালো।
-
শুভজিৎ বিশ্বাস ১৭/০৪/২০২৩খুব সুন্দর
-
ফয়জুল মহী ১৬/০৪/২০২৩।সুন্দর উপস্থাপন ।
-
অভিজিৎ হালদার ১৬/০৪/২০২৩ভালো।