সবকিছু ঠিক আছে
সবকিছু ঠিক আছে
মোঃ রায়হান কাজী
------------------
অসময়ের বেড়াজাল,
অনুভূতিগুলো নিস্বঃপ্রাণ।
বোঝালাম মনকে,
ক্ষণিকের ভালোবাসায়
আবেগটায় অসহায়।
তারপরও হেসে বললাম,
সবকিছু ঠিক আছে।
যত আছে আকথা,
পুরনো স্মৃতি চারণা
সবকিছু উপচে ওঠে
রাত্রিবেলা সর্বনাশা
তারপরও জানালাম,
সবকিছু ঠিক আছে।
কথা বলেই ছন্দ টান,
সুরগুলো বেসামাল
গুনগুনিয়ে ফুটছে
অন্ধকারে প্রেমাটাল
তারপরও সে বললো,
সবকিছু ঠিক আছে।
মোঃ রায়হান কাজী
------------------
অসময়ের বেড়াজাল,
অনুভূতিগুলো নিস্বঃপ্রাণ।
বোঝালাম মনকে,
ক্ষণিকের ভালোবাসায়
আবেগটায় অসহায়।
তারপরও হেসে বললাম,
সবকিছু ঠিক আছে।
যত আছে আকথা,
পুরনো স্মৃতি চারণা
সবকিছু উপচে ওঠে
রাত্রিবেলা সর্বনাশা
তারপরও জানালাম,
সবকিছু ঠিক আছে।
কথা বলেই ছন্দ টান,
সুরগুলো বেসামাল
গুনগুনিয়ে ফুটছে
অন্ধকারে প্রেমাটাল
তারপরও সে বললো,
সবকিছু ঠিক আছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১০/০৩/২০২৩হুম। সবকিছু ঠিকঠাক আছে।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/০৩/২০২৩অসাধারণ
-
Md. Rayhan Kazi ০৯/০৩/২০২৩ধন্যবাদ প্রিয়
-
আলমগীর সরকার লিটন ০৯/০৩/২০২৩চমৎকার
-
ফয়জুল মহী ০৯/০৩/২০২৩চমৎকার লেখা