উড়োকথা
উড়োকথা
মোঃ রায়হান কাজী
-----------------
ফিসফিসানি অনেক কথা
শুনেছি পথে চলার মাঝে।
তাই বলে কি বসে থাকবে?
উড়োকথায় কান দিয়ে।
সত্য মিথ্যার বিবাদ জানি,
মিথ্যার কি কখনো হবে জয়?
সত্য জপে ক'জনায় ভাই,
মিথ্যা কি আর চাপারয়?
সুযোগ বুঝে গুজব ছড়ানো,
কিছু মানুষের স্বভাব জানি।
তাই বলে কি চুপ থাকবে,
মিষ্টি কথায় মন ভুলিয়ে।
বলা কথা সোজারে ভাই,
কর্মে তা মিল থাকেনা।
অকর্মারা ঢোলবাজাচ্ছে,
সমাজসেবা উল্টোসিধা।
মোঃ রায়হান কাজী
-----------------
ফিসফিসানি অনেক কথা
শুনেছি পথে চলার মাঝে।
তাই বলে কি বসে থাকবে?
উড়োকথায় কান দিয়ে।
সত্য মিথ্যার বিবাদ জানি,
মিথ্যার কি কখনো হবে জয়?
সত্য জপে ক'জনায় ভাই,
মিথ্যা কি আর চাপারয়?
সুযোগ বুঝে গুজব ছড়ানো,
কিছু মানুষের স্বভাব জানি।
তাই বলে কি চুপ থাকবে,
মিষ্টি কথায় মন ভুলিয়ে।
বলা কথা সোজারে ভাই,
কর্মে তা মিল থাকেনা।
অকর্মারা ঢোলবাজাচ্ছে,
সমাজসেবা উল্টোসিধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০২/০২/২০২৩ভালো।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ৩১/০১/২০২৩বেশ ভালো।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩১/০১/২০২৩বেশ ভাল লাগল।
-
ফয়জুল মহী ৩০/০১/২০২৩সুন্দর
শুভ কামনা রইলো