শিমুল ফুল
শিমুল ফুল
মোঃ রায়হান কাজী
-----------------
শিমুল ফুলের রক্তিম আভা,
ছড়ায় অনাবিল সৌন্দর্য।
মন কাড়া লাল কৃষ্ণচূড়া,
পালে দেয় রঙিন আলো।
আম্রকাননে হলদে মুকুলে,
বসন্তের সুবাতাস বহে।
ফুলে ফুলে মন আনন্দে,
হৃদয়ে প্রেমের দুলা লাগে।
বসন্তের বায়ু ক্ষুদ্র আয়ু,
উন্মুক্ত সময়ের তরে।
অবোধ মনটা বারণ মানে না,
এদিক সেদিক শুধু ছুটে।
গোধূলিলগ্নে নীল লালিমায়,
মনটা আনচান করে।
প্রেম নিবেদন সর্বক্ষণ,
শিমুল ফুলকে ঘিরে।
মোঃ রায়হান কাজী
-----------------
শিমুল ফুলের রক্তিম আভা,
ছড়ায় অনাবিল সৌন্দর্য।
মন কাড়া লাল কৃষ্ণচূড়া,
পালে দেয় রঙিন আলো।
আম্রকাননে হলদে মুকুলে,
বসন্তের সুবাতাস বহে।
ফুলে ফুলে মন আনন্দে,
হৃদয়ে প্রেমের দুলা লাগে।
বসন্তের বায়ু ক্ষুদ্র আয়ু,
উন্মুক্ত সময়ের তরে।
অবোধ মনটা বারণ মানে না,
এদিক সেদিক শুধু ছুটে।
গোধূলিলগ্নে নীল লালিমায়,
মনটা আনচান করে।
প্রেম নিবেদন সর্বক্ষণ,
শিমুল ফুলকে ঘিরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ৩০/০১/২০২৩বেশ ভাবনা
-
ফয়জুল মহী ১৫/০১/২০২৩বাহ চমৎকার লিখনি
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০১/২০২৩সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০১/২০২৩দারুণ ভাবনা।
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০১/২০২৩সুন্দর জীবন ও প্রকৃতির সমন্বয়!