সৌন্দর্য নাকি লুকিয়ে থাকে
সৌন্দর্য নাকি লুকিয়ে থাকে
মোঃ রায়হান কাজী
------------------------
সৌন্দর্য নাকি লুকিয়ে থাকে মানবের অন্তরে,
মনুষ্যত্বের বিকাশ ঘটে না ফাঁদে না পড়লে।
মানুষ দেখে না খুঁজে বেড়ায় ভ্রমর হয়ে,
দিগন্ত মেঘের রঙিন স্বপ্নের সংসারে।
কিছু মুহূর্তে তিক্ততা জমে বিরক্তে,
কতকাল ঠিকমতো দেখা হয় না আকাশ
মনের মাধুরি মিশিয়ে খোলা ময়দানে।
যাওয়া হয়নি বহুদিন নদী কিংবা ঝর্ণার কাছে,
নিজের ছায়া দেখা হয়নি জলবিন্দু অগোচরে।
আবর্জনায় আড়াল হয় সৌন্দর্য আসবাবপত্রে,
শুধু মলিনতাহীন বিরাজ করে চারদিকে।
কারণে কতশত মিথ্যা বাহানার বারণে,
সাদামনে কাঁদার আচঁড় লাগে নিজের অজান্তে।
তবুও সৌন্দর্য খুঁজতে গিয়েছি বহু দূরদূরান্তে,
কাঙাল হয়েছি বারবার সৌন্দর্যের পূজারী হয়ে।
যেমন বাতাসে সুগন্ধ ছড়ায় ফুলের নির্যাসে,
খানিকক্ষণ পড়ে অভিমান জমে নিজের অন্তরালে।
ঠিক তেমনি করে মাতৃভূমির দিগন্ত অভিসারে,
সৌন্দর্য সবসময় বিরাজ করে অন্তচক্ষুর আড়ালে।
মোঃ রায়হান কাজী
------------------------
সৌন্দর্য নাকি লুকিয়ে থাকে মানবের অন্তরে,
মনুষ্যত্বের বিকাশ ঘটে না ফাঁদে না পড়লে।
মানুষ দেখে না খুঁজে বেড়ায় ভ্রমর হয়ে,
দিগন্ত মেঘের রঙিন স্বপ্নের সংসারে।
কিছু মুহূর্তে তিক্ততা জমে বিরক্তে,
কতকাল ঠিকমতো দেখা হয় না আকাশ
মনের মাধুরি মিশিয়ে খোলা ময়দানে।
যাওয়া হয়নি বহুদিন নদী কিংবা ঝর্ণার কাছে,
নিজের ছায়া দেখা হয়নি জলবিন্দু অগোচরে।
আবর্জনায় আড়াল হয় সৌন্দর্য আসবাবপত্রে,
শুধু মলিনতাহীন বিরাজ করে চারদিকে।
কারণে কতশত মিথ্যা বাহানার বারণে,
সাদামনে কাঁদার আচঁড় লাগে নিজের অজান্তে।
তবুও সৌন্দর্য খুঁজতে গিয়েছি বহু দূরদূরান্তে,
কাঙাল হয়েছি বারবার সৌন্দর্যের পূজারী হয়ে।
যেমন বাতাসে সুগন্ধ ছড়ায় ফুলের নির্যাসে,
খানিকক্ষণ পড়ে অভিমান জমে নিজের অন্তরালে।
ঠিক তেমনি করে মাতৃভূমির দিগন্ত অভিসারে,
সৌন্দর্য সবসময় বিরাজ করে অন্তচক্ষুর আড়ালে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০২/১২/২০২২ভালো।
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/১১/২০২২অনেক সুন্দর লিখেছেন প্রিয় কবি!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৮/১১/২০২২খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ রইল।
-
ফয়জুল মহী ২৭/১১/২০২২অসাধারণ প্রকাশ ।খুব ভাল লাগল ।