আমি যখন
আমি যখন
মোঃ রায়হান কাজী
------------------
আমি যখন অনেক দূরে চলে যাবো,
তোমাদের জন্য কিছু পদচিহ্ন রেখে যাবো।
আমার আসবাবপত্র, আমার নিয়তি আর,
নদী প্রবাহের পলির মতো জমানো কিছু স্মৃতি।
শুধু খড়কুটোর মতো কিছু মানুষের মুখে,
আমার নামটি থাকবে জানি লুকায়ে?
মুখের ভিতরে মলিন দাঁতের পঙক্তি হবে চোখে,
আমার আকাঙ্ক্ষাগুলি অবিনাশী রূপে ফুলে।
অভিলাষগুলো ভাস্করে রূপান্তরিত হয়ে,
চির অমলিন নতুনত্বের সাথে অমরত্ব পাবে।
আমি তখন অনুপস্থিত থাকবো এই তীর্থে,
আমার বলা উক্তিমালা তখন দ্রুতি হয়ে ফুটবে।
ফিরে যাবো আমি আবার অন্তিম স্থলে,
যেখানে কেউ চিনবে না জানবে না এই আমাকে।
ধ্রুব হয়ে হেঁটে বেড়াবো আমি বিদ্রোহীরবেশে,
অনিদ্রার মাঝে বিস্ময় জাগানো গান গেয়ে।
অনেকেই তখন বলবে একটুখানি ভেবে,
বিরহকথন পরিস্ফুট হয় বুঝি ঘন অন্ধকারে।
মোঃ রায়হান কাজী
------------------
আমি যখন অনেক দূরে চলে যাবো,
তোমাদের জন্য কিছু পদচিহ্ন রেখে যাবো।
আমার আসবাবপত্র, আমার নিয়তি আর,
নদী প্রবাহের পলির মতো জমানো কিছু স্মৃতি।
শুধু খড়কুটোর মতো কিছু মানুষের মুখে,
আমার নামটি থাকবে জানি লুকায়ে?
মুখের ভিতরে মলিন দাঁতের পঙক্তি হবে চোখে,
আমার আকাঙ্ক্ষাগুলি অবিনাশী রূপে ফুলে।
অভিলাষগুলো ভাস্করে রূপান্তরিত হয়ে,
চির অমলিন নতুনত্বের সাথে অমরত্ব পাবে।
আমি তখন অনুপস্থিত থাকবো এই তীর্থে,
আমার বলা উক্তিমালা তখন দ্রুতি হয়ে ফুটবে।
ফিরে যাবো আমি আবার অন্তিম স্থলে,
যেখানে কেউ চিনবে না জানবে না এই আমাকে।
ধ্রুব হয়ে হেঁটে বেড়াবো আমি বিদ্রোহীরবেশে,
অনিদ্রার মাঝে বিস্ময় জাগানো গান গেয়ে।
অনেকেই তখন বলবে একটুখানি ভেবে,
বিরহকথন পরিস্ফুট হয় বুঝি ঘন অন্ধকারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১২/১১/২০২২ভাল লাগল।
-
সুসঙ্গ শাওন ০৯/১১/২০২২সুন্দর
-
শ.ম. শহীদ ০৭/১১/২০২২জীবনবোধের অসামান্য অনুভূতি!
-
ফয়জুল মহী ০৭/১১/২০২২অসাধারণ শব্দের গাঁথুনি