প্রেম এসেছে
প্রেম এসেছে
মোঃ রায়হান কাজী
------------------
প্রেম এসেছে দক্ষিণা বাতাসে,
স্বপ্নগুলো তাইতো নতুন করে সেজেছে।
আবোল তাবোল প্রশ্নের মাঝে,
মত্ত বাদল কে যেন বাজিয়েছে?
এসোনা আজ প্রেমোদগম উল্লাসে,
ছন্দের দুটানায় যেখানে জীবন বাঁধে।
চলো না সেখানে যা-ই উদাস হাওয়াতে,
ভালোবাসা টানে মন ছুটে যায় কোন সুদূরে।...
আসো না আজ দুটি মন ঘুচিয়ে বাঁধন
চিত্র হবে যে তুলির আঁচড়ে রঙিন।
আয় ছুটে যায় নীল আকাশে
বিশালতা যেখানে সীমাহীন।
আজগুবি সব কথাবার্তায়
যেখানে বেতাল হয়ে রঙ ছড়াবে,
মাতবি মাতাল সেথায় ক্ষণিকের অনুভূতিটে।
উদাস মনে ভুলের অথৈজলে ডুব দিয়ে,
ফিরবো তুমি আমি প্রেমোদক ছন্দতে।
মোঃ রায়হান কাজী
------------------
প্রেম এসেছে দক্ষিণা বাতাসে,
স্বপ্নগুলো তাইতো নতুন করে সেজেছে।
আবোল তাবোল প্রশ্নের মাঝে,
মত্ত বাদল কে যেন বাজিয়েছে?
এসোনা আজ প্রেমোদগম উল্লাসে,
ছন্দের দুটানায় যেখানে জীবন বাঁধে।
চলো না সেখানে যা-ই উদাস হাওয়াতে,
ভালোবাসা টানে মন ছুটে যায় কোন সুদূরে।...
আসো না আজ দুটি মন ঘুচিয়ে বাঁধন
চিত্র হবে যে তুলির আঁচড়ে রঙিন।
আয় ছুটে যায় নীল আকাশে
বিশালতা যেখানে সীমাহীন।
আজগুবি সব কথাবার্তায়
যেখানে বেতাল হয়ে রঙ ছড়াবে,
মাতবি মাতাল সেথায় ক্ষণিকের অনুভূতিটে।
উদাস মনে ভুলের অথৈজলে ডুব দিয়ে,
ফিরবো তুমি আমি প্রেমোদক ছন্দতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৩/১১/২০২২সুন্দর প্রকাশ করেছেন।
-
অভিজিৎ হালদার ২২/১০/২০২২সুন্দর কবিতা
-
অপূর্ব দেব ২১/১০/২০২২দারুন কবিতা
-
শ.ম. শহীদ ২১/১০/২০২২Ausamanno
-
ফয়জুল মহী ১৮/১০/২০২২অসাধারণ কাব্যিক ছন্দের সমাহার
-
আলমগীর সরকার লিটন ১৮/১০/২০২২চমৎকার
-
জামাল উদ্দিন জীবন ১৮/১০/২০২২সত্যি কি প্রেম এসেছে হৃদয়ে দোলা দিয়ে।
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/১০/২০২২প্রেম ও প্রকৃতির অপূর্ব সমন্বয়!