কে যেন ডাকে
কে যেন ডাকে
মোঃ রায়হান কাজী
------------------
কে যেন ডাকে ও-ই দূরের আকাশে,
আমাকে নিয়ে যাবে নাকি সে ভিনদেশে?
আমিতো দেখতে চাই কাছের লোকজন,
শুনতে চাই তার হৃদয়ে অব্যক্ত কথাবার্তা।
তবুও সে আমাকে ডাকে সূদুর নিহারীকা
সমুদ্র-সৈকত আর ঢেউয়ের প্রতিধ্বনি শুনতে।
বিস্তৃত দিগন্তরেখা দূরের পাহাড় সব মিলিয়ে,
তুমিও কি চাও আমাকে দূরের দেশে দেখতে?
কোনো রম্য দ্বীপ কিংবা স্নিগ্ধ জলাশয় ছেড়ে,
আমিতো চাই সারাটাক্ষন সবুজের আড়ালে থাকতে।
দেখতে চাই চেনা অরুণ্য কাছের ছোট নদী,
তাও অনন্তের কাছে আমার যথা সামান্য এই দৃষ্টি।
জীবনের কিছু সীমাবদ্ধতায় দিগন্ত রেখা টেনে,
সম্মুখে অগ্রসর হয়ে ক্ষুদ্র মানচিত্র মুঠোয় এনে।
আমাকে দেখাও বিস্ময় ঘেরা জগৎ সংসারটাকে
দূরের রহস্যের খোঁজ যেন পাই স্বঅন্তরে।
মোঃ রায়হান কাজী
------------------
কে যেন ডাকে ও-ই দূরের আকাশে,
আমাকে নিয়ে যাবে নাকি সে ভিনদেশে?
আমিতো দেখতে চাই কাছের লোকজন,
শুনতে চাই তার হৃদয়ে অব্যক্ত কথাবার্তা।
তবুও সে আমাকে ডাকে সূদুর নিহারীকা
সমুদ্র-সৈকত আর ঢেউয়ের প্রতিধ্বনি শুনতে।
বিস্তৃত দিগন্তরেখা দূরের পাহাড় সব মিলিয়ে,
তুমিও কি চাও আমাকে দূরের দেশে দেখতে?
কোনো রম্য দ্বীপ কিংবা স্নিগ্ধ জলাশয় ছেড়ে,
আমিতো চাই সারাটাক্ষন সবুজের আড়ালে থাকতে।
দেখতে চাই চেনা অরুণ্য কাছের ছোট নদী,
তাও অনন্তের কাছে আমার যথা সামান্য এই দৃষ্টি।
জীবনের কিছু সীমাবদ্ধতায় দিগন্ত রেখা টেনে,
সম্মুখে অগ্রসর হয়ে ক্ষুদ্র মানচিত্র মুঠোয় এনে।
আমাকে দেখাও বিস্ময় ঘেরা জগৎ সংসারটাকে
দূরের রহস্যের খোঁজ যেন পাই স্বঅন্তরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ০৪/১০/২০২২সুন্দর
-
শ.ম. শহীদ ০২/১০/২০২২বেশ ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।
-
ফয়জুল মহী ০১/১০/২০২২অসামান্য লেখা।
খুব ভালো লাগলো