কবিতা ও কবি
কবিতা ও কবি
মোঃ রায়হান কাজী
-------------------
কবিতা ও কবি কথা হবে কী খুব বেশি?
আকাশের দৃশ্য নিয়ে কেন এতো বাড়াবাড়ি?
দেয়ালে টপকাতে গেলেই দৃষ্টিরা যদি হয় অন্তরমুখী,
কবিতার সংজ্ঞা নিরূপণে কেন এতো আহাজারি?
কবি কি তবে দীপ্ত মেধাবী হবে কথোপকথনে,
মানবের মাঝে ছড়াবে শুধুই মেঘ দূতী অন্তরালে।
নাকি ভালোবাসার বন্ধনে আবদ্ধ করবে তৃণলতাদি,
সেখানে অপেক্ষমান বুঝি সব নীল প্রজাপতি।
কবি কি কবিতার উদ্বৃত্ত স্তবকে উপমা ছড়িয়ে,
ভাবের বিন্যাস ঘটাননি বিস্তৃত দিগন্তে অভিসারে।
তবে কি স্বচ্ছ সম্ভাবনায় ডালপালা গজিয়ে,
পালক ঝরিয়ে তৃপ্তরবে শিকড় পন্থী মানবের মাঝে।
কবির কবিতার চরণে নারীর সংস্পর্শের উক্তিতে,
কতটা বিস্তার বিন্যাস ঘটাবে প্রেম নিবেদনের মূহুর্তে?
নাকি কবিতার স্বভাবে রোমাঞ্চ ছড়াবে অন্ত দৃষ্টিতে,
হৃদয়ে কবির উপলব্ধি বাড়াবে ভালোবাসার বন্ধনে।
মোঃ রায়হান কাজী
-------------------
কবিতা ও কবি কথা হবে কী খুব বেশি?
আকাশের দৃশ্য নিয়ে কেন এতো বাড়াবাড়ি?
দেয়ালে টপকাতে গেলেই দৃষ্টিরা যদি হয় অন্তরমুখী,
কবিতার সংজ্ঞা নিরূপণে কেন এতো আহাজারি?
কবি কি তবে দীপ্ত মেধাবী হবে কথোপকথনে,
মানবের মাঝে ছড়াবে শুধুই মেঘ দূতী অন্তরালে।
নাকি ভালোবাসার বন্ধনে আবদ্ধ করবে তৃণলতাদি,
সেখানে অপেক্ষমান বুঝি সব নীল প্রজাপতি।
কবি কি কবিতার উদ্বৃত্ত স্তবকে উপমা ছড়িয়ে,
ভাবের বিন্যাস ঘটাননি বিস্তৃত দিগন্তে অভিসারে।
তবে কি স্বচ্ছ সম্ভাবনায় ডালপালা গজিয়ে,
পালক ঝরিয়ে তৃপ্তরবে শিকড় পন্থী মানবের মাঝে।
কবির কবিতার চরণে নারীর সংস্পর্শের উক্তিতে,
কতটা বিস্তার বিন্যাস ঘটাবে প্রেম নিবেদনের মূহুর্তে?
নাকি কবিতার স্বভাবে রোমাঞ্চ ছড়াবে অন্ত দৃষ্টিতে,
হৃদয়ে কবির উপলব্ধি বাড়াবে ভালোবাসার বন্ধনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১৭/০৯/২০২২সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে।
-
মধু মঙ্গল সিনহা ১৭/০৯/২০২২অতি সুন্দর বলেছেন!
-
বোরহানুল ইসলাম লিটন ১৭/০৯/২০২২অতি সুন্দর বলেছেন!
-
ফয়জুল মহী ১৬/০৯/২০২২Excellent written