কেউ কি বলবে তাকে
কেউ কি বলবে তাকে
মোঃ রায়হান কাজী
------------------
কেউ কি বলবে তাকে কানে কানে মৃদুস্বরে,
সহজলভ্য ভাষার বার্তা কিইবা বহন করে?
সূর্য উদয়নের পূর্বে লাল আভা ছড়িয়ে পড়ে,
প্রকৃতির অপার দৃশ্য আমায় বিমোহিত করে।
যাও গিয়ে বলো তারে ভ্রমরসদৃশ গুঞ্জরনে,
তোমার তাকানোর দৃষ্টি আমায় আকর্ষণ করে।
একটু দাঁড়াও তবে আমার কথা ভেবে মফস্বলে,
তোমার বাঁকা ঠোঁটে হাসিতে যেন হৃদয়ে ঝড় ওঠে।
যুক্তিহীন অন্ধ বাঁকে আবেগের বেড়াজালে,
সৌন্দর্যকে জড়াতে চাই অচ্ছেদ্য বন্ধনে।
যাও গিয়ে আবার বলো তাকে আষাঢ়ের দুপুরে,
নীরব দৃষ্টির ভাষা বিনিময় তবে কি দিগন্ত সূদুরে?
মোঃ রায়হান কাজী
------------------
কেউ কি বলবে তাকে কানে কানে মৃদুস্বরে,
সহজলভ্য ভাষার বার্তা কিইবা বহন করে?
সূর্য উদয়নের পূর্বে লাল আভা ছড়িয়ে পড়ে,
প্রকৃতির অপার দৃশ্য আমায় বিমোহিত করে।
যাও গিয়ে বলো তারে ভ্রমরসদৃশ গুঞ্জরনে,
তোমার তাকানোর দৃষ্টি আমায় আকর্ষণ করে।
একটু দাঁড়াও তবে আমার কথা ভেবে মফস্বলে,
তোমার বাঁকা ঠোঁটে হাসিতে যেন হৃদয়ে ঝড় ওঠে।
যুক্তিহীন অন্ধ বাঁকে আবেগের বেড়াজালে,
সৌন্দর্যকে জড়াতে চাই অচ্ছেদ্য বন্ধনে।
যাও গিয়ে আবার বলো তাকে আষাঢ়ের দুপুরে,
নীরব দৃষ্টির ভাষা বিনিময় তবে কি দিগন্ত সূদুরে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১০/০৯/২০২২ভালো লাগার মতো
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৫/০৯/২০২২ভাল লাগা কবিতা।
-
শ.ম. শহীদ ০৪/০৯/২০২২খুব সুন্দর।
শুভেচ্ছা রইলো সম্মানিত কবির জন্য। -
আলমগীর সরকার লিটন ০৪/০৯/২০২২অন্তমিল চমৎকার
-
ফয়জুল মহী ০৩/০৯/২০২২মাশা আল্লাহ্
খুব সুন্দর হয়েছে