সুপ্ত নিয়ন আলো
সুপ্ত নিয়ন আলো
মোঃ রায়হান কাজী
------------------
সুপ্ত নিয়ন আলোর ভিড়ে অচেতন স্পর্শে,
প্রজাপতিরা যদি এসে রঙ্গ ছড়ায় মুক্ত প্রাঙ্গনে।
গুটিকয়েক ফুলের কুঁড়ি বাগানে যখনি ফুটবে,
হালকা গাঢ় রঙ্গের হাওয়া বুঁদবুঁদিয়ে তখন উঠবে।
বর্ষা শেষে এলো কে যে এই জমিতে হাঁটতে,
কাঁদার মাঝে পায়ের নরম দাগগুলো দেখ,
উল্লাসীত হয়ে কেমন করে যেন হাসছে?
কারা এসে আবার মিশে গেছে সূর্যের রশ্মিতে।
দাঁড়িয়ে থাকার মুহূর্তগুলো বিষাদময় হয়ে,
রৌদ্রের মাঝে নতুন নগরীর আর্বিভাব ঘটে।
অস্থির উত্তাল খেত টাও দেখ যাচ্ছে দূরে সরে,
কৃষকের কাস্তেগুলো আবার কেন-ইবা গেল থেমে?
প্রতিশ্রুতিশীল অপূর্ব আকাশে যদি হঠাৎ মেঘ ধরে,
দুরন্ত নিষ্ঠুর বৃষ্টির স্রোতে ফসল কী যাবে ভেসে?
ঝারবাতি সাজাবার আছে প্রবল ঝড়ের আগে,
তারপর কী আবার নতুন নগরী জাগ্রত হবে?
বড়সড় দেয়ালের স্তম্ভের পাশে আমার মুখ দেখে,
উষ্ণ অভ্যর্থনা অভিনন্দন উচ্ছ্বাসের ঝর তুলে।
আবার কী সবাই মিলিয়ে যাবে হাওয়ায় বুঁদ হয়ে?
নাকি অশ্রুরুদ্ধ পথ পেরিয়ে আলো নিয়ে দাঁড়াবে।
মোঃ রায়হান কাজী
------------------
সুপ্ত নিয়ন আলোর ভিড়ে অচেতন স্পর্শে,
প্রজাপতিরা যদি এসে রঙ্গ ছড়ায় মুক্ত প্রাঙ্গনে।
গুটিকয়েক ফুলের কুঁড়ি বাগানে যখনি ফুটবে,
হালকা গাঢ় রঙ্গের হাওয়া বুঁদবুঁদিয়ে তখন উঠবে।
বর্ষা শেষে এলো কে যে এই জমিতে হাঁটতে,
কাঁদার মাঝে পায়ের নরম দাগগুলো দেখ,
উল্লাসীত হয়ে কেমন করে যেন হাসছে?
কারা এসে আবার মিশে গেছে সূর্যের রশ্মিতে।
দাঁড়িয়ে থাকার মুহূর্তগুলো বিষাদময় হয়ে,
রৌদ্রের মাঝে নতুন নগরীর আর্বিভাব ঘটে।
অস্থির উত্তাল খেত টাও দেখ যাচ্ছে দূরে সরে,
কৃষকের কাস্তেগুলো আবার কেন-ইবা গেল থেমে?
প্রতিশ্রুতিশীল অপূর্ব আকাশে যদি হঠাৎ মেঘ ধরে,
দুরন্ত নিষ্ঠুর বৃষ্টির স্রোতে ফসল কী যাবে ভেসে?
ঝারবাতি সাজাবার আছে প্রবল ঝড়ের আগে,
তারপর কী আবার নতুন নগরী জাগ্রত হবে?
বড়সড় দেয়ালের স্তম্ভের পাশে আমার মুখ দেখে,
উষ্ণ অভ্যর্থনা অভিনন্দন উচ্ছ্বাসের ঝর তুলে।
আবার কী সবাই মিলিয়ে যাবে হাওয়ায় বুঁদ হয়ে?
নাকি অশ্রুরুদ্ধ পথ পেরিয়ে আলো নিয়ে দাঁড়াবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৬/০৮/২০২২ভালো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০৮/২০২২চমৎকার সাবলীল লেখা।
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৮/২০২২জীবন ও প্রকৃতির অপূর্ব সমন্বয়!
-
ফয়জুল মহী ০৩/০৮/২০২২চমৎকার রচনাশৈলী
-
আলমগীর সরকার লিটন ০৩/০৮/২০২২বেশ সুন্দর ভাবনাময়