কতরূপ খুঁজে বেড়ায়
কতরূপ খুঁজে বেড়ায়
মোঃ রায়হান কাজী
------------------
কতরূপ খুঁজে বেড়ায় প্রকৃতির মাঝে,
হৃদয়ে তৃষ্ণা মিটে না এই দৃশ্যপটে।
কোন মৃত্তিকায় খুঁজবো আমি,
গিয়ে কোন তীর্থ-নীরে।
স্বপ্রকাশ বিরাজমান নাকি,
মানবের হৃদ মসজিদে।
উদার আকাশের তল ভেদিয়া,
আনবো তবে পবিত্র সুনীল জল।
ওই পাহাড়ের বুকে সৃষ্ট নির্ঝরনী,
সর্বদাই থাকে কেন অশ্রান্ত উচ্ছল।
প্রান্তের দিগন্তে শস্য শ্যামা মধুমাখা,
ধারায় অঙ্গে যেন বিঁধে আছে সুষমা।
হায়রে সম্বলহীন কুন্ঠীত মনে,
তার দেখা পাবি কী শতপথ পেড়িয়ে?
এক বিন্দু অমৃতের সন্ধানে গিয়া,
কি অকুল পিপাসিত দেখ হিয়া?
অন্তরে দুরন্ত সাধনার দীর্ঘ পথে,
শান্তির বাহনের সন্ধানে বাহির হয়ে।
চক্ষু কর্ণ উঁচিয়ে সন্দিহান মুখে,
খুঁজে বেড়ায় সফলতা সন্ধিক্ষণে।
মনের বানী উন্মুক্ত হয়ে তারি,
ভাষার মাঝে ছড়িয়ে গোছাবে,
চিন্তা,ভাবনা,ভয় সেদিন খুঁজে পাবে,
শান্তি সংগ্রামের একান্ত বিজয়।
অন্তরে বাহিরে অপূর্ব আলোকে,
যেদিন জ্যােতির্ময় রূপের মাঝে
তোমার রূপে তার রূপ হবে মলিন,
সেদিন ফিরবে তোমার সুদিন।
মোঃ রায়হান কাজী
------------------
কতরূপ খুঁজে বেড়ায় প্রকৃতির মাঝে,
হৃদয়ে তৃষ্ণা মিটে না এই দৃশ্যপটে।
কোন মৃত্তিকায় খুঁজবো আমি,
গিয়ে কোন তীর্থ-নীরে।
স্বপ্রকাশ বিরাজমান নাকি,
মানবের হৃদ মসজিদে।
উদার আকাশের তল ভেদিয়া,
আনবো তবে পবিত্র সুনীল জল।
ওই পাহাড়ের বুকে সৃষ্ট নির্ঝরনী,
সর্বদাই থাকে কেন অশ্রান্ত উচ্ছল।
প্রান্তের দিগন্তে শস্য শ্যামা মধুমাখা,
ধারায় অঙ্গে যেন বিঁধে আছে সুষমা।
হায়রে সম্বলহীন কুন্ঠীত মনে,
তার দেখা পাবি কী শতপথ পেড়িয়ে?
এক বিন্দু অমৃতের সন্ধানে গিয়া,
কি অকুল পিপাসিত দেখ হিয়া?
অন্তরে দুরন্ত সাধনার দীর্ঘ পথে,
শান্তির বাহনের সন্ধানে বাহির হয়ে।
চক্ষু কর্ণ উঁচিয়ে সন্দিহান মুখে,
খুঁজে বেড়ায় সফলতা সন্ধিক্ষণে।
মনের বানী উন্মুক্ত হয়ে তারি,
ভাষার মাঝে ছড়িয়ে গোছাবে,
চিন্তা,ভাবনা,ভয় সেদিন খুঁজে পাবে,
শান্তি সংগ্রামের একান্ত বিজয়।
অন্তরে বাহিরে অপূর্ব আলোকে,
যেদিন জ্যােতির্ময় রূপের মাঝে
তোমার রূপে তার রূপ হবে মলিন,
সেদিন ফিরবে তোমার সুদিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২৫/০৭/২০২২সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৫/০৭/২০২২চমৎকার লিখেছেন।
-
ফয়জুল মহী ২৫/০৭/২০২২অসাধারন লিখা।
-
আবুল হায়দার তরিক ২৪/০৭/২০২২সুন্দর
-
আমান শেখ ২৪/০৭/২০২২বেশ চমৎকার লেখনী। অসাধারণ।