বন্ধ আঁখি
বন্ধ আঁখি
মোঃ রায়হান কাজী
--------------------
বন্ধ আঁখি জাগ্রত করে পূর্ব আকাশে সূর্যের উদয়নে কালে,
নির্মল বায়ু সবুজ বাতায়নে মায়াভরা সুরে কে যেন ডাকে?
বিচিত্র বন্ধনে রঙের তুলির স্বতঃস্ফূর্ত অঙ্কণে,
জীবনের ছায়াচিত্র সাঁজে স্ববিকাশিত অর্জনে।
বুঝবো আমি দিনশেষে, কতটা বাকি আছে আর জীবনে,
দানের আনন্দে বিলিন হবো ধূসর দিগন্তের সীমারেখা এঁকে।
মহাসমারোহে করিয়া উজাড় সুমধুর মোহে,
প্রদীপ্ত ভাস্কর ডুবিবে নাকি আজি ক্রান্তিলগ্নে।
তার অন্তরাগে শ্রাবণের বৃষ্টির ঘনঘনানিতে,
শীতল পরিবেশে নিস্তব্ধতায় মোড়া অন্ত উৎসবে
মর্তের পরশে শিহরণ জাগরিত হোক নবকল্লোলে,
তবে যৌবনের রুক্ষতা কাটুক ব্যথিত চুম্বনের আলিঙ্গনে।
হৃদয়ের বিচিত্র আলোকছটা উন্মোচিত বহিরাবরণে,
শব্দরা কেন জানি বাক্যহীন হয়ে ঘুরেবেড়ায় অস্তাচলে?
কার তালে মন মিশাইলে বিড়ম্বনা কমবে উদাসীন বিকালে?
ফিরিয়ে আনার আকুতি জানায় বন্দিনীর আঁখির প্রাণে চেয়ে।
কখনো কি বলবে তাকে গোধূলির অন্তিম আহ্বানে?
বক্ষপিঞ্জর অবমুক্তি করে , বন্ধ আঁখি সুন্দরের আয়োজনে,
নিঃশব্দ গানে স্বরচিত সুরের মাধুর্য খুঁজে,
নিঃশ্বাস নিঃশেষ হোক তবে পশ্চিমের দিগন্ত অভিসারে।
মোঃ রায়হান কাজী
--------------------
বন্ধ আঁখি জাগ্রত করে পূর্ব আকাশে সূর্যের উদয়নে কালে,
নির্মল বায়ু সবুজ বাতায়নে মায়াভরা সুরে কে যেন ডাকে?
বিচিত্র বন্ধনে রঙের তুলির স্বতঃস্ফূর্ত অঙ্কণে,
জীবনের ছায়াচিত্র সাঁজে স্ববিকাশিত অর্জনে।
বুঝবো আমি দিনশেষে, কতটা বাকি আছে আর জীবনে,
দানের আনন্দে বিলিন হবো ধূসর দিগন্তের সীমারেখা এঁকে।
মহাসমারোহে করিয়া উজাড় সুমধুর মোহে,
প্রদীপ্ত ভাস্কর ডুবিবে নাকি আজি ক্রান্তিলগ্নে।
তার অন্তরাগে শ্রাবণের বৃষ্টির ঘনঘনানিতে,
শীতল পরিবেশে নিস্তব্ধতায় মোড়া অন্ত উৎসবে
মর্তের পরশে শিহরণ জাগরিত হোক নবকল্লোলে,
তবে যৌবনের রুক্ষতা কাটুক ব্যথিত চুম্বনের আলিঙ্গনে।
হৃদয়ের বিচিত্র আলোকছটা উন্মোচিত বহিরাবরণে,
শব্দরা কেন জানি বাক্যহীন হয়ে ঘুরেবেড়ায় অস্তাচলে?
কার তালে মন মিশাইলে বিড়ম্বনা কমবে উদাসীন বিকালে?
ফিরিয়ে আনার আকুতি জানায় বন্দিনীর আঁখির প্রাণে চেয়ে।
কখনো কি বলবে তাকে গোধূলির অন্তিম আহ্বানে?
বক্ষপিঞ্জর অবমুক্তি করে , বন্ধ আঁখি সুন্দরের আয়োজনে,
নিঃশব্দ গানে স্বরচিত সুরের মাধুর্য খুঁজে,
নিঃশ্বাস নিঃশেষ হোক তবে পশ্চিমের দিগন্ত অভিসারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৫/০৭/২০২২বেশ অনুভূতির প্রকাশ।
-
আমান শেখ ২৪/০৭/২০২২কবির মনের ভাব কবিতায় অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। শুভকামনা।
-
আলমগীর সরকার লিটন ২৪/০৭/২০২২চমৎকার ভাবনার প্রকাশ