বালক তুমি
বালক তুমি
মোঃ রায়হান কাজী
-------------------
বালক তুমি ভুল করে হাঁটছিলে ভুল পথে,
কতদিন আর পুষবে অনুরাগ হৃদয় গহীনে?
অনেকটা পথ পারি দিতে হবে সূর্যাস্তের আগে,
এখন তুমি কোথায় যাবে, যাবে না কোন দিকে?
বালক তুমি জানো কি তবে দিগন্ত অভিসারে
হাজারো আগন্তুক আসে যায় ক্ষুদ্র সময়ের তরে।
কেউবা আসে শত্রুর বেশে, কেউবা আবার মিত্র
সব মিলিয়ে চলছে কাব্য চয়ন জীবনটায় যেন অফুরন্ত।
বালক জানলো না - লোকজনরা সব গুমরা মুখে
কেন-ইবা তার দিকে তাকায় হিংসাত্মক দৃষ্টিতে?
কেউবা তাকায় পায়ে নিচে, কেউবা আবার মাথায়
সৌন্দর্য তো প্রকাশ পায় শুভ্র ফুলের চারিত্রিকতায়।
বালক তুমি জানো নাতো আর দিগন্ত সমীকরণ,
অর্থনীতি আর রাজনীতির জন্য প্রয়োজন কলম।
যে-ই আসে সে-ই বুঝে, ভুলের মাশুল দিয়ে কিছু শিখে।
কাঁটা কম্পাস দিক বিবেচনায় কতটা ভূমিকা রাখে?
বালক খালি চোখে দেখেছে শুধু পথ ঊষালগ্নে,
বানান ভুল করে উল্টাসিধা ক্ষণে পথ চলতে।
স্রোতের অববাহিকায় বিস্তার জলে ঝাঁপ দিয়ে,
বুঝতে পারে সে কত পথ আবার পিছিয়েছে?
বালক বোঝে নাতো আর দীর্ঘ পথ চলাতে,
কতটা অবনতি হয়েছে বিদেশি শব্দ সংযোজনে?
বিমূঢ় বিস্মিত বালক হতাশায় নিমজ্জিত হয়ে,
সেও ঝোঁকে পড়ে পশ্চিমা সংস্কৃতির বেড়াজালে?
মোঃ রায়হান কাজী
-------------------
বালক তুমি ভুল করে হাঁটছিলে ভুল পথে,
কতদিন আর পুষবে অনুরাগ হৃদয় গহীনে?
অনেকটা পথ পারি দিতে হবে সূর্যাস্তের আগে,
এখন তুমি কোথায় যাবে, যাবে না কোন দিকে?
বালক তুমি জানো কি তবে দিগন্ত অভিসারে
হাজারো আগন্তুক আসে যায় ক্ষুদ্র সময়ের তরে।
কেউবা আসে শত্রুর বেশে, কেউবা আবার মিত্র
সব মিলিয়ে চলছে কাব্য চয়ন জীবনটায় যেন অফুরন্ত।
বালক জানলো না - লোকজনরা সব গুমরা মুখে
কেন-ইবা তার দিকে তাকায় হিংসাত্মক দৃষ্টিতে?
কেউবা তাকায় পায়ে নিচে, কেউবা আবার মাথায়
সৌন্দর্য তো প্রকাশ পায় শুভ্র ফুলের চারিত্রিকতায়।
বালক তুমি জানো নাতো আর দিগন্ত সমীকরণ,
অর্থনীতি আর রাজনীতির জন্য প্রয়োজন কলম।
যে-ই আসে সে-ই বুঝে, ভুলের মাশুল দিয়ে কিছু শিখে।
কাঁটা কম্পাস দিক বিবেচনায় কতটা ভূমিকা রাখে?
বালক খালি চোখে দেখেছে শুধু পথ ঊষালগ্নে,
বানান ভুল করে উল্টাসিধা ক্ষণে পথ চলতে।
স্রোতের অববাহিকায় বিস্তার জলে ঝাঁপ দিয়ে,
বুঝতে পারে সে কত পথ আবার পিছিয়েছে?
বালক বোঝে নাতো আর দীর্ঘ পথ চলাতে,
কতটা অবনতি হয়েছে বিদেশি শব্দ সংযোজনে?
বিমূঢ় বিস্মিত বালক হতাশায় নিমজ্জিত হয়ে,
সেও ঝোঁকে পড়ে পশ্চিমা সংস্কৃতির বেড়াজালে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৩/০৬/২০২২অনন্য বাস্তব
-
বোরহানুল ইসলাম লিটন ০২/০৬/২০২২অনন্য অনুভব ও তার ব্যক্ততা!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩১/০৫/২০২২খুব সুন্দর অনুভূতির প্রকাশ।
-
ফয়জুল মহী ৩১/০৫/২০২২অনুপম প্রকাশ । সুন্দর শব্দ , গভীর বোধ।