ঈদ উল্লাসে
ঈদ উল্লাসে
মোঃ রায়হান কাজী
-----------------
ঈদ উল্লাসে খুশিরক্ষণে,
বন্ধুবান্ধব সবাই একসাথে
হৃদয় দিয়ে হৃদয় বাঁধি
পরম বন্ধনে সন্ধিক্ষণে।
সেই খুশিতে প্রাণ ভর
উন্মাদনা বাড়াতে আর
নৌকা ভ্রমণ রসদ জোগায়
ধনাগোদা নদীর রূপরেখাতে।
আড্ডাবাজি গানের সাথে
মাঝ নদীতে সকলে জড়ো হয়ে
নৃত্য আনন্দের প্রদর্শন বাড়ে,
সাউন্ড বক্সের শব্দের তালে।
হৃৎস্পন্দনে সজীবতা আসে,
সবুজ অরণ্য উন্মুক্ত বাতায়নে।
আনন্দে আহ্লাদিত হয়ে মেতে উঠি,
বহুদিন পর বন্ধুদের কাছে পেয়ে।
মোঃ রায়হান কাজী
-----------------
ঈদ উল্লাসে খুশিরক্ষণে,
বন্ধুবান্ধব সবাই একসাথে
হৃদয় দিয়ে হৃদয় বাঁধি
পরম বন্ধনে সন্ধিক্ষণে।
সেই খুশিতে প্রাণ ভর
উন্মাদনা বাড়াতে আর
নৌকা ভ্রমণ রসদ জোগায়
ধনাগোদা নদীর রূপরেখাতে।
আড্ডাবাজি গানের সাথে
মাঝ নদীতে সকলে জড়ো হয়ে
নৃত্য আনন্দের প্রদর্শন বাড়ে,
সাউন্ড বক্সের শব্দের তালে।
হৃৎস্পন্দনে সজীবতা আসে,
সবুজ অরণ্য উন্মুক্ত বাতায়নে।
আনন্দে আহ্লাদিত হয়ে মেতে উঠি,
বহুদিন পর বন্ধুদের কাছে পেয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১১/০৫/২০২২ঈদের আনন্দ অনাবিল।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৭/০৫/২০২২ভালো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০৫/২০২২বেশ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৬/০৫/২০২২বেশ
-
আব্দুর রহমান আনসারী ০৬/০৫/২০২২অনবদ্য
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৫/২০২২ভাল।
-
ফয়জুল মহী ০৬/০৫/২০২২Excellent written
Eid Mobarak -
বোরহানুল ইসলাম লিটন ০৬/০৫/২০২২সুন্দর ঈদের আনন্দ!