কচাম
কচাম
মোঃ রায়হান কাজী
------------------
কচাম কচাম কচাম
মানেটা কি বুঝতে হবে?
তা-না হলে গন্ডগোল
যে পাকিয়ে যাবে।
বৈশাখের হাওয়ার তালে
গাছগাছালী যাচ্ছে উড়ে।
শহরতলীতে ছাদের কোণে
ক্ষুদ্র বাগান উঠছে বেড়ে।
আম গাছটিও ছিলো
সেখানে চুপটি করে দাঁড়িয়ে।
হঠাৎ ঝড়ে চিৎপটাং হয়ে,
ছাদের পাশে উল্টো হয়ে ঝুলে।
তাই নিয়ে হচ্ছে পোস্টমর্টেম
দুইএকটা আমের কি হবে?
কেউ একজনকে বলতে শুনি
কচুতে নাকি গলা ধরে!
আট্টহাসিতে জনমানুষ
দাঁত কেলিয়ে কি যেন ভাবে?
কচুর সাথে আম ভর্তা করলে
গলা ধরা কি যাবে চলে?
এই ভাবনাতেই বিবর হয়ে
নতুনত্বের খোরাক জোগাতে
কচুর সাথে আমের সন্ধি করে
কচাম শব্দের ব্যবহার বাড়ে।
মোঃ রায়হান কাজী
------------------
কচাম কচাম কচাম
মানেটা কি বুঝতে হবে?
তা-না হলে গন্ডগোল
যে পাকিয়ে যাবে।
বৈশাখের হাওয়ার তালে
গাছগাছালী যাচ্ছে উড়ে।
শহরতলীতে ছাদের কোণে
ক্ষুদ্র বাগান উঠছে বেড়ে।
আম গাছটিও ছিলো
সেখানে চুপটি করে দাঁড়িয়ে।
হঠাৎ ঝড়ে চিৎপটাং হয়ে,
ছাদের পাশে উল্টো হয়ে ঝুলে।
তাই নিয়ে হচ্ছে পোস্টমর্টেম
দুইএকটা আমের কি হবে?
কেউ একজনকে বলতে শুনি
কচুতে নাকি গলা ধরে!
আট্টহাসিতে জনমানুষ
দাঁত কেলিয়ে কি যেন ভাবে?
কচুর সাথে আম ভর্তা করলে
গলা ধরা কি যাবে চলে?
এই ভাবনাতেই বিবর হয়ে
নতুনত্বের খোরাক জোগাতে
কচুর সাথে আমের সন্ধি করে
কচাম শব্দের ব্যবহার বাড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৪/২০২২ভাল।
-
আলমগীর সরকার লিটন ২৪/০৪/২০২২চমৎকার
-
ফয়জুল মহী ২৪/০৪/২০২২অতুলনীয়
শুভকামনা অবিরত। -
আব্দুর রহমান আনসারী ২৪/০৪/২০২২হাস্যরসে পূর্ত ভালো লেখা