ফাল্গুনের অপরাহ্ন
ফাল্গুনের অপরাহ্ন
মোঃ রায়হান কাজী
----------------------
উষ্ণ দেহে শীতের শেষে প্রাণ ফিরেছে মনে,
অনুভূতি দিচ্ছে হাতছানি ফাল্গুনীর শুভারম্ভে।
গুনগুনিয়ে ভ্রমর চলে, মৌমাছি গায় গান,
সখীর জন্য মন উদাসী কি করবো হায়?
সরষে ক্ষেতে মধু ফলে মুকুল আম গাছে,
হলদে পাখি সুর ধরেছে বউ কথা কও ডাকে।
প্রহর আমার যাচ্ছে কেঁটে সখীর অপেক্ষায়,
প্রনয় বুঝি আর হবে না দিগন্তে যে সূর্যাস্ত যায়।
মাঠের ধারে পথের কাছে একলা আছি বসে,
বাতায়নে সুর বেঁধেছি ঋষির ঐকতানে।
মনের মাঝে মেঘ জমেছে বিষন্নতা দীর্ঘশ্বাসে,
কুঞ্জবনে দক্ষিণা চঞ্চল বাতাসে পাগলপারা করে।
ফাল্গুন আমায় বিভোর করে আক্ষেপ থাকে মনে,
সখীর জন্য মন উদাসী আঁচ কেটেছে হৃদয়ে।
ফাগুন মানেই নয় পুষ্প রাণী দুপুর বিষন্ন,
ফাগুন মানেই সুখ সুধা নয় নির্জীব অপরাহ্ন।
মোঃ রায়হান কাজী
----------------------
উষ্ণ দেহে শীতের শেষে প্রাণ ফিরেছে মনে,
অনুভূতি দিচ্ছে হাতছানি ফাল্গুনীর শুভারম্ভে।
গুনগুনিয়ে ভ্রমর চলে, মৌমাছি গায় গান,
সখীর জন্য মন উদাসী কি করবো হায়?
সরষে ক্ষেতে মধু ফলে মুকুল আম গাছে,
হলদে পাখি সুর ধরেছে বউ কথা কও ডাকে।
প্রহর আমার যাচ্ছে কেঁটে সখীর অপেক্ষায়,
প্রনয় বুঝি আর হবে না দিগন্তে যে সূর্যাস্ত যায়।
মাঠের ধারে পথের কাছে একলা আছি বসে,
বাতায়নে সুর বেঁধেছি ঋষির ঐকতানে।
মনের মাঝে মেঘ জমেছে বিষন্নতা দীর্ঘশ্বাসে,
কুঞ্জবনে দক্ষিণা চঞ্চল বাতাসে পাগলপারা করে।
ফাল্গুন আমায় বিভোর করে আক্ষেপ থাকে মনে,
সখীর জন্য মন উদাসী আঁচ কেটেছে হৃদয়ে।
ফাগুন মানেই নয় পুষ্প রাণী দুপুর বিষন্ন,
ফাগুন মানেই সুখ সুধা নয় নির্জীব অপরাহ্ন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৬/০৩/২০২২অপূর্ব
-
বিধান চন্দ্র ধর ১৮/০২/২০২২বেশ
-
অভিজিৎ হালদার ১৮/০২/২০২২Sundor
-
ফয়জুল মহী ১৭/০২/২০২২অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেখা।
-
শুভজিৎ বিশ্বাস ১৭/০২/২০২২অসাধারণ
-
জানবক্স খান ১৭/০২/২০২২এটাই হচ্ছে আসল রোমান্টিক কবিতা। খুব ভালো লাগল।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/০২/২০২২বেশ অনুভূতির প্রকাশ।