গোধূলি লগ্নের পাখি
গোধূলি লগ্নের পাখি
মোঃ রায়হান কাজী
--------------------
গোধূলি লগ্নের পাখি ফিরে আসে নীড়ে,
ধানে ভরা তরী খানি ঘাটে এসে ভিড়ে।
কৃষাণীরা ছুটে আসে নদীর ঘাটে,
ফসলের ঘ্রাণে অতিথিদের যে আহ্বান করে।
চুপ কেন আছো সখি এই অবেলাতে,
নাকি বরণ করবে না আমাদিগকে পুষ্প কুঞ্জ দিয়ে।
নাইবা করলে বরণ গোধূলিলগ্নে
তবে জেনে রাখ প্রিয়,
হারিয়ে খুঁজবে আমায় ধূসর নীড়ে।
আমার হৃদয় মাঝে যার স্থান,
সে হারিয়ে যাবে না আর।
তাহলে কোথায় সঞ্চিত রাখবে
বলো না কেন আমায়?
কেন হৃদয়ের গহীন কোণে
তোমায় বলতে হবে কী বার বার?
নাই-বা যদি বললে তাহলে কিভাবে বুজবো শুনি?
সব কথা বলে দিতে হয় না,
কিছু কথা হৃদয় দিয়ে পড়ে নিতে হয় বুঝলা।
হয়তোবা তবে প্রকাশ করার মাঝেও
কিছুটা স্বার্থকতা লুকিয়ে থাকে।
যা না বললে মনের দূরত্ব হাজার গুণ বাড়ে।
মোঃ রায়হান কাজী
--------------------
গোধূলি লগ্নের পাখি ফিরে আসে নীড়ে,
ধানে ভরা তরী খানি ঘাটে এসে ভিড়ে।
কৃষাণীরা ছুটে আসে নদীর ঘাটে,
ফসলের ঘ্রাণে অতিথিদের যে আহ্বান করে।
চুপ কেন আছো সখি এই অবেলাতে,
নাকি বরণ করবে না আমাদিগকে পুষ্প কুঞ্জ দিয়ে।
নাইবা করলে বরণ গোধূলিলগ্নে
তবে জেনে রাখ প্রিয়,
হারিয়ে খুঁজবে আমায় ধূসর নীড়ে।
আমার হৃদয় মাঝে যার স্থান,
সে হারিয়ে যাবে না আর।
তাহলে কোথায় সঞ্চিত রাখবে
বলো না কেন আমায়?
কেন হৃদয়ের গহীন কোণে
তোমায় বলতে হবে কী বার বার?
নাই-বা যদি বললে তাহলে কিভাবে বুজবো শুনি?
সব কথা বলে দিতে হয় না,
কিছু কথা হৃদয় দিয়ে পড়ে নিতে হয় বুঝলা।
হয়তোবা তবে প্রকাশ করার মাঝেও
কিছুটা স্বার্থকতা লুকিয়ে থাকে।
যা না বললে মনের দূরত্ব হাজার গুণ বাড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৮/০৩/২০২২অনুপম
-
মোঃ আমিনুল ইসলাম মিঠু ০৯/০২/২০২২চমৎকার লিখিয়ে
-
ফয়জুল মহী ০৮/০২/২০২২চমৎকার শব্দ চয়ন
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৮/০২/২০২২কথাগুলো সুন্দর এবং চমৎকার
-
সাদ্দাম হোসেন পবন ০৮/০২/২০২২Nice
-
অভিজিৎ হালদার ০৮/০২/২০২২Sundor
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/০২/২০২২প্রেম ও প্রকৃতির অতুলণীয় সমন্বয়।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৮/০২/২০২২সুন্দর অনুভূতির প্রকাশ।