তোর হাসির মায়ায়
তোর হাসির মায়ায়
মোঃ রায়হান কাজী
-----------------------------
তোর হাসির মায়ায় হয়েছি আমি বাঁধন হারা,
হৃদয় হয়েছে তোলপাড় চক্ষু জোড়া নিদ্রা হারা।
আমার বুক জুড়ে জড়িয়ে আছো তুমিময় কল্পনা,
সবি যেন ঝাপসা লাগে কাছে দূরের কত জল্পনা?
তাইতো শীতের চাদর জড়িয়ে কুয়াশার মাঝে দাঁড়িয়ে,
অস্পষ্ট আমি বহুল প্রতিক্ষার অবসান ঘটিয়ে।
কবে আসবে তুমি আমার কাছে চুপিসারে,
মিষ্টি হেসে বলবে কথা ভালোবাসার পরম আবেশে জড়িয়ে।
খোঁপাবিহীন এলোমেলো চুল দিগন্তে অভিসারে ছড়িয়ে,
শুভ্র কুহেলিকা রূপে আবির্ভূত হও যদি বিস্তৃত আকাশ জুড়ে।
তবে লাল নীল সবুজ হলুদ বাহারি রঙের মেলাতে,
আমার ঝাপসা চোখ পায় স্বপ্নের অনুভূতি তোমার ছোঁয়াতে।
ফগ নেপোলিয়নের সুগন্ধি নির্যাস তোমার বক্ষে
আমার শরীর জুড়ে বিন্দু বিন্দু ঘাম এনে দিবে।
চাইলে হারিয়ে যেতে পারো আজ কম্পিত হৃদয়ে,
সুগভীর নদী আর প্রেমের উত্তাল জোয়ারের অন্তরালে।
যদি গভীর রাতে অন্ধকারে বিষন্নতা ভর করে,
সে সময়ে থাকতে চাই হাসির কারণ হয়ে তোমার স্মৃতিতে।
ভালোবাসার ফুল দিয়ে নিবেদিত প্রাণের উচ্ছ্বাসে,
রাখতে চায় তোমার চোখের চাহনি কালোকে স্মারক করে।
মোঃ রায়হান কাজী
-----------------------------
তোর হাসির মায়ায় হয়েছি আমি বাঁধন হারা,
হৃদয় হয়েছে তোলপাড় চক্ষু জোড়া নিদ্রা হারা।
আমার বুক জুড়ে জড়িয়ে আছো তুমিময় কল্পনা,
সবি যেন ঝাপসা লাগে কাছে দূরের কত জল্পনা?
তাইতো শীতের চাদর জড়িয়ে কুয়াশার মাঝে দাঁড়িয়ে,
অস্পষ্ট আমি বহুল প্রতিক্ষার অবসান ঘটিয়ে।
কবে আসবে তুমি আমার কাছে চুপিসারে,
মিষ্টি হেসে বলবে কথা ভালোবাসার পরম আবেশে জড়িয়ে।
খোঁপাবিহীন এলোমেলো চুল দিগন্তে অভিসারে ছড়িয়ে,
শুভ্র কুহেলিকা রূপে আবির্ভূত হও যদি বিস্তৃত আকাশ জুড়ে।
তবে লাল নীল সবুজ হলুদ বাহারি রঙের মেলাতে,
আমার ঝাপসা চোখ পায় স্বপ্নের অনুভূতি তোমার ছোঁয়াতে।
ফগ নেপোলিয়নের সুগন্ধি নির্যাস তোমার বক্ষে
আমার শরীর জুড়ে বিন্দু বিন্দু ঘাম এনে দিবে।
চাইলে হারিয়ে যেতে পারো আজ কম্পিত হৃদয়ে,
সুগভীর নদী আর প্রেমের উত্তাল জোয়ারের অন্তরালে।
যদি গভীর রাতে অন্ধকারে বিষন্নতা ভর করে,
সে সময়ে থাকতে চাই হাসির কারণ হয়ে তোমার স্মৃতিতে।
ভালোবাসার ফুল দিয়ে নিবেদিত প্রাণের উচ্ছ্বাসে,
রাখতে চায় তোমার চোখের চাহনি কালোকে স্মারক করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১২/১২/২০২১বেশ
-
সাইয়িদ রফিকুল হক ১১/১২/২০২১বেশ রোম্যান্টিক।
-
ফয়জুল মহী ১১/১২/২০২১খুব ভালো লাগল
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/১২/২০২১বেশ