অশ্রুসিক্ত মেয়ে
অশ্রুসিক্ত মেয়ে
মোঃ রায়হান কাজী
--------------------
শোনো, অশ্রুসিক্ত নয়নে কান্নায় বিজড়িত মেয়ে
আমার দিনগুলো কাঁটে ডিঙি নৌকায় ভর করে।
যেখানে কাঁদছে মন শূন্য কেন চোখের কোণ?
আমায় কাছে সময়টা নিছকই নির্জন।
রৌদ্র প্রকটময় দিনে কিছু মেঘ কিনে,
যদি ভাসিয়ে দেয় নীলের বুকে মধ্যে দুপুরে।
তবে তীব্র দাবির মিশিল হোক গগণ জুড়ে,
যেন তাঁর চোখের জলে পদ্মফুল না ভাসে পুকুরে।
আমিতো রোজ স্বপ্ন আঁকি জলের ধারা বৃষ্টিতে,
তোমার চোখের শ্রাবণ ঢাকি মিষ্টি রঙের ছাতায়।
যদি বলি বন্ধু হয়ে আমার হাত ছুঁবে নাকি,
অনেকটা পথ চলতে চাই তোমাকে নিয়ে সাথে।
যেমনি করে জল জমে থাকে সচ্ছ কাচে,
তেমনি করে থাকো না জ্বর হয়ে আঁচে।
তুমিও থাকো আমার মনে অসুখের মতো করে,
কী ভীষণ ছোঁয়াচে পুড়ছি আমি তোমার তাপে?
কান্নায় বিজড়িত মেয়ে বুকের ভিতর ব্যথা জমেছে কী দীর্ঘশ্বাসে?
সকাল সাঁজে ধূসর মেঘের খামে দখিনা বাতাসে,
আঁচল ভাসিয়ে ফুলের গন্ধের অঞ্জলি ছড়িয়ে
ইচ্ছে হলে তুমিও ছুতে পারো খানিকটা আমাকে।
মোঃ রায়হান কাজী
--------------------
শোনো, অশ্রুসিক্ত নয়নে কান্নায় বিজড়িত মেয়ে
আমার দিনগুলো কাঁটে ডিঙি নৌকায় ভর করে।
যেখানে কাঁদছে মন শূন্য কেন চোখের কোণ?
আমায় কাছে সময়টা নিছকই নির্জন।
রৌদ্র প্রকটময় দিনে কিছু মেঘ কিনে,
যদি ভাসিয়ে দেয় নীলের বুকে মধ্যে দুপুরে।
তবে তীব্র দাবির মিশিল হোক গগণ জুড়ে,
যেন তাঁর চোখের জলে পদ্মফুল না ভাসে পুকুরে।
আমিতো রোজ স্বপ্ন আঁকি জলের ধারা বৃষ্টিতে,
তোমার চোখের শ্রাবণ ঢাকি মিষ্টি রঙের ছাতায়।
যদি বলি বন্ধু হয়ে আমার হাত ছুঁবে নাকি,
অনেকটা পথ চলতে চাই তোমাকে নিয়ে সাথে।
যেমনি করে জল জমে থাকে সচ্ছ কাচে,
তেমনি করে থাকো না জ্বর হয়ে আঁচে।
তুমিও থাকো আমার মনে অসুখের মতো করে,
কী ভীষণ ছোঁয়াচে পুড়ছি আমি তোমার তাপে?
কান্নায় বিজড়িত মেয়ে বুকের ভিতর ব্যথা জমেছে কী দীর্ঘশ্বাসে?
সকাল সাঁজে ধূসর মেঘের খামে দখিনা বাতাসে,
আঁচল ভাসিয়ে ফুলের গন্ধের অঞ্জলি ছড়িয়ে
ইচ্ছে হলে তুমিও ছুতে পারো খানিকটা আমাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৬/১০/২০২১ভাল।
-
আলমগীর সরকার লিটন ১৬/১০/২০২১বেশ অনুভূতির ছোঁয়া কবি দা