কে গেঁথেছে
কে গেঁথেছে
মোঃ রায়হান কাজী
-------------------
কে গেঁথেছে বকুল ফুলের মালা বট বৃক্ষের নিচে বসে,
কে দিয়েছে সুখ সুধা মেখে দক্ষিণা চঞ্চল বাতাসে?
কিসের জন্য গাছেগাছে ফুলফলে ভরে ওঠে,
কিসের জন্য পাখিগুলো দল বেঁধে উড়ে বেড়ায় গগনবিহারীতে?
কেন-ইবা নীল আকাশে মেঘমালা উড়ে যায় ভিনদেশে,
কেন-ইবা হঠাৎ করে বৃষ্টি নামলে চারদিকে অন্ধকার নেমে আসে?
কোন দেশেতে জন্ম তাঁর বাড়ি কোন গাঁয়ে,
সেখানে কী ভারী বৃষ্টি নামে ঘন বর্ষাতে?
সেখানে কী কদম বৃক্ষ আছে পুকুর পাড়ে,
হলদে-সাদা কদমফুলে মন কী হরণ করে?
সেখানে কী নিয়মিত যুঁই ফুল ফুটে,
সৌরভ ছড়িয়ে রাত্রিবেলা ঊষাকোলে ঝরে।
মোঃ রায়হান কাজী
-------------------
কে গেঁথেছে বকুল ফুলের মালা বট বৃক্ষের নিচে বসে,
কে দিয়েছে সুখ সুধা মেখে দক্ষিণা চঞ্চল বাতাসে?
কিসের জন্য গাছেগাছে ফুলফলে ভরে ওঠে,
কিসের জন্য পাখিগুলো দল বেঁধে উড়ে বেড়ায় গগনবিহারীতে?
কেন-ইবা নীল আকাশে মেঘমালা উড়ে যায় ভিনদেশে,
কেন-ইবা হঠাৎ করে বৃষ্টি নামলে চারদিকে অন্ধকার নেমে আসে?
কোন দেশেতে জন্ম তাঁর বাড়ি কোন গাঁয়ে,
সেখানে কী ভারী বৃষ্টি নামে ঘন বর্ষাতে?
সেখানে কী কদম বৃক্ষ আছে পুকুর পাড়ে,
হলদে-সাদা কদমফুলে মন কী হরণ করে?
সেখানে কী নিয়মিত যুঁই ফুল ফুটে,
সৌরভ ছড়িয়ে রাত্রিবেলা ঊষাকোলে ঝরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১৯/০৯/২০২১সুন্দর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০২/০৯/২০২১ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৯/২০২১Outstanding
-
ফয়জুল মহী ০১/০৯/২০২১অনিন্দ্যরূপ লেখা, অপরূপ ও অনিন্দিত।
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৯/২০২১ভাল।
-
আমান শেখ ০১/০৯/২০২১বেশ সুন্দর লিখেছেন।