কে এসেছিলো
কে এসেছিলো
মোঃ রায়হান কাজী
----------------------------
কে এসেছিলো নীলাভ অঞ্চলে বহু বছর আগে?
কে এখানে বসতি স্থাপন করতে চেয়েছিলো নিবিড় অনুরাগে?
কেইবা চাচ্ছে আসতে আবার এই মাটিতে ফিরে?
অঘ্রাণের গন্ধে নেশা ধরা মাতাল হাওয়াকে ভালোবেসে।
সারাটাদিন আপন মনে ঘাসের গন্ধ মেখে,
হৃদপিঞ্জরে তারায় তারায় হাজারো স্বপ্ন এঁকে,
ভেসে যেতে চাই সন্ধ্যার আকাশের শঙ্খচিল হয়ে।
তবুও একগুঁয়েটার দূরন্ত পিপাসা মিঠে না আলপথে?
নেভে না তার মনের আগুন, আক্ষেপগুলো হয় না ভাসি,
হারায় না তার মন বাগানের কুন্দফুলের হাসি।
যেমনি করে রোজ সকালে সূর্য উদয়ন হয়,
গাছগাছালির দিচ্ছে বাতাস রৌদ্র প্রকটময়।
তেমনি করে নামলে ছায়া রৌদ্রমায়া লুকোচুরি,
ছুটে আসে সন্ধ্যা হাওয়া নদীর মায়া চাঁদের স্নিগ্ধ হাসি।
সবুজ বাতায়ন দিচ্ছে মায়ার বাঁধন হাতছানি,
নির্জন প্রন্তের দ্বারে নবসংগীতের সুরে হৃদয় হরণ।
ঘোমটা দিয়ে মুখটা ডেকে আঁখি খোলে পান্ডুলিপি,
প্রেম-পিপাসা নিঙাড়িয়া জোনাকিপোকার আলোয় পাত্র ভরি।
রাত্রি কুমারিকা চুপিসারে মায়াবী নিশিমরু বনাঞ্চলে,
কে এসেছিলো অন্বেষণ ভ্রমে অপরূপ ঝর্নাধারাতে?
মোঃ রায়হান কাজী
----------------------------
কে এসেছিলো নীলাভ অঞ্চলে বহু বছর আগে?
কে এখানে বসতি স্থাপন করতে চেয়েছিলো নিবিড় অনুরাগে?
কেইবা চাচ্ছে আসতে আবার এই মাটিতে ফিরে?
অঘ্রাণের গন্ধে নেশা ধরা মাতাল হাওয়াকে ভালোবেসে।
সারাটাদিন আপন মনে ঘাসের গন্ধ মেখে,
হৃদপিঞ্জরে তারায় তারায় হাজারো স্বপ্ন এঁকে,
ভেসে যেতে চাই সন্ধ্যার আকাশের শঙ্খচিল হয়ে।
তবুও একগুঁয়েটার দূরন্ত পিপাসা মিঠে না আলপথে?
নেভে না তার মনের আগুন, আক্ষেপগুলো হয় না ভাসি,
হারায় না তার মন বাগানের কুন্দফুলের হাসি।
যেমনি করে রোজ সকালে সূর্য উদয়ন হয়,
গাছগাছালির দিচ্ছে বাতাস রৌদ্র প্রকটময়।
তেমনি করে নামলে ছায়া রৌদ্রমায়া লুকোচুরি,
ছুটে আসে সন্ধ্যা হাওয়া নদীর মায়া চাঁদের স্নিগ্ধ হাসি।
সবুজ বাতায়ন দিচ্ছে মায়ার বাঁধন হাতছানি,
নির্জন প্রন্তের দ্বারে নবসংগীতের সুরে হৃদয় হরণ।
ঘোমটা দিয়ে মুখটা ডেকে আঁখি খোলে পান্ডুলিপি,
প্রেম-পিপাসা নিঙাড়িয়া জোনাকিপোকার আলোয় পাত্র ভরি।
রাত্রি কুমারিকা চুপিসারে মায়াবী নিশিমরু বনাঞ্চলে,
কে এসেছিলো অন্বেষণ ভ্রমে অপরূপ ঝর্নাধারাতে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৪/০৮/২০২১অনিন্দ্য সুন্দর লেখনশৈলী I
-
ডাঃঅলোক সরকার ২৪/০৮/২০২১ভালো লাগলো।
-
অভিজিৎ হালদার ২৪/০৮/২০২১ভালো লাগলো
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৮/২০২১ভালো লাগলো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৪/০৮/২০২১চমৎকার
-
আমান শেখ ২৪/০৮/২০২১অসাধারণ প্রকাশ।
-
আলমগীর সরকার লিটন ২৪/০৮/২০২১চমৎকার ভাবনার প্রকাশ