সাধারণের মাঝে
সাধারণের মাঝে
মোঃ রায়হান কাজী
------------------
সাধারণের মাঝে মিশে আছো তুমি নিখিল ভুবনে,
অসাধারণের গানে উতলা হয়ো না স্বপ্নে বিবর হয়ে।
তুলে দাও খিল হৃদ পিঞ্জরের নীল নিখিল ধরনীর সন্ধানে,
যেয়ো না যেয়ো না দূরে সীমানার প্রাচীর ভেদ করে,
নেই তোমার অধিকার দুর্লভ গানে বসুধার সন্ধানে।
কিছু ঠাট্টা হাসি গান আর কলরব যেই থেমেছে দূরে,
দেখছি পথের লোকজনেরা স্তব্ধ হয়ে অনেক কিছুই বলে।
ব্যাপারটা কী? উপন্যাসের ইতি ঘটবেনা জানি এতো তাড়াতাড়ি,
চোখ তুলে বীরপুরুষদের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকি,
ফুরিয়ে গেল সব কথা কী মাঝ রাস্তায় হাঁটতে গিয়ে?
সত্য ছিলো সঙ্গীরা ধূসর প্রান্তের পথের ধারে,
এইতো আমি অতিসাধারণ দাঁড়িয়ে আছি অন্ধকারে।
ছোট্ট মনে ছোট্ট আশা জমে আছে জলবিন্দু ভালোবাসা,
এর বেশি কিছু আর চেয়ো না এই অসময়ে সব সর্বনাশা।
সেই মায়াবী নয়ন জোড়া সব গেছি ভুলে শুধুই ছলনা,
হৃদয় হয়েছে মর্মস্পর্শি খুঁজে না পাওয়ার ভয়ে ভালোবাসা।
কিছু হাসি কিছু কান্না মিলেমিশে হয়েছে স্মৃতি রেখা,
ভুলে যাই সুর মুছে যায় যে প্রাণ হারাইয়া অমৃত গান।
তরঙ্গ ধ্বনিতে আবেগ সঞ্চারিত করে নিছক এই আকাঙ্ক্ষা,
দুবাহু আর বুকে টনটন ব্যাথা নিয়ে সাধারণের মাঝে অসাধারণ হয়ে ওঠা।
মোঃ রায়হান কাজী
------------------
সাধারণের মাঝে মিশে আছো তুমি নিখিল ভুবনে,
অসাধারণের গানে উতলা হয়ো না স্বপ্নে বিবর হয়ে।
তুলে দাও খিল হৃদ পিঞ্জরের নীল নিখিল ধরনীর সন্ধানে,
যেয়ো না যেয়ো না দূরে সীমানার প্রাচীর ভেদ করে,
নেই তোমার অধিকার দুর্লভ গানে বসুধার সন্ধানে।
কিছু ঠাট্টা হাসি গান আর কলরব যেই থেমেছে দূরে,
দেখছি পথের লোকজনেরা স্তব্ধ হয়ে অনেক কিছুই বলে।
ব্যাপারটা কী? উপন্যাসের ইতি ঘটবেনা জানি এতো তাড়াতাড়ি,
চোখ তুলে বীরপুরুষদের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকি,
ফুরিয়ে গেল সব কথা কী মাঝ রাস্তায় হাঁটতে গিয়ে?
সত্য ছিলো সঙ্গীরা ধূসর প্রান্তের পথের ধারে,
এইতো আমি অতিসাধারণ দাঁড়িয়ে আছি অন্ধকারে।
ছোট্ট মনে ছোট্ট আশা জমে আছে জলবিন্দু ভালোবাসা,
এর বেশি কিছু আর চেয়ো না এই অসময়ে সব সর্বনাশা।
সেই মায়াবী নয়ন জোড়া সব গেছি ভুলে শুধুই ছলনা,
হৃদয় হয়েছে মর্মস্পর্শি খুঁজে না পাওয়ার ভয়ে ভালোবাসা।
কিছু হাসি কিছু কান্না মিলেমিশে হয়েছে স্মৃতি রেখা,
ভুলে যাই সুর মুছে যায় যে প্রাণ হারাইয়া অমৃত গান।
তরঙ্গ ধ্বনিতে আবেগ সঞ্চারিত করে নিছক এই আকাঙ্ক্ষা,
দুবাহু আর বুকে টনটন ব্যাথা নিয়ে সাধারণের মাঝে অসাধারণ হয়ে ওঠা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৩/০৮/২০২১বেশ।
-
ফয়জুল মহী ২২/০৮/২০২১মনোমুগ্ধকর রচনা । I
-
অভিজিৎ হালদার ২২/০৮/২০২১সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৮/২০২১ভালো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২২/০৮/২০২১দারুণ
-
আমান শেখ ২২/০৮/২০২১ভালো লিখেছেন।
-
আলমগীর সরকার লিটন ২২/০৮/২০২১বেশ ভাবনাময়