www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্পর্শকাতরতাই আলোকবর্ষণ

স্পর্শকাতরতাই আলোকবর্ষণ
মোঃ রায়হান কাজী
----------------------------
স্পর্শকাতরতারময় আলোকবর্ষণে তুমি হাসবে,
উচ্চারণমাত্রা যেন ভেঙে যাবে অস্তনির্মিত হয়ে।
তুমি লড়বে স্বৈরশাসকের বিরুদ্ধে কুণ্ঠিত বিহ্বলে,
সত্য আর ন্যায়ের পক্ষে বার্তা পৌঁছাবে দ্বারে দ্বারে।
মৃত্যু যন্ত্রণায় ধুকতে থাকা ব্যস্ত নগরীর রাস্তাঘাটে,
মনুষ্যপশুর হিংস্রতার শব্দে হৃদয় কেঁপে ওঠে।
কেউবা দেখেও পাতার আড়ালে লোকায় নির্জনে,
না-না করে ওঠে সৎকৃত হৃদয়ে অজানা ভয়ে।

অনেকেই পুড়ছে রক্তাক্ত দিগন্তে তীব্র বিমুখতায়,
অন্যায়ের বিরুদ্ধে স্পষ্টতই প্রতীয়মান ঘৃণা হানে।
স্পন্দিত পায়ের শব্দে অনিষ্টকারী পাঁজরের হাড়
যেন কেঁপে ওঠে অতৃপ্ত বাসনারা যেন কেঁদে মরে।
শব্দহীন বর্ণহীন বিব্রতকর আহত মস্তিষ্কের বিকৃতি,
নীল যন্ত্রণাগুলো সব মিলেমিশে হয়েছে ছায়াছবি।
পতনকাব্যের জ্যামিতিক চিত্র আঁকি নীতিমালার গ্রন্থে,
ধূসর শূন্যতায় অমবস্যা নামে সমান্তরাল জীবনে।

কেউ কেউ বুকের ভিতরে নিভৃতে এখনতো পোষে স্বপ্ন
নির্ভেজাল ধরনীতে আকষ্মিক দীর্ঘশ্বাস ফেলে।
রক্তপাত হিংসা নিপাত যাক আমরা ভীষণ অজ্ঞ,
যা কিছু আছে মানুষের আবিস্কৃত মরণ অস্ত্র।
সকলে একসাথে জলে রক্তমাখা হাত ধুয়ে নিক দীক্ষা,
সুগন্ধি ফুলের চাষ করবো এটাই আমাদের শিক্ষা।
আশার প্রদীপ জ্বেলে বিশ্বাস করি মনেপ্রাণে,
স্পর্শকাতরতাই আলোকবর্ষণ হিংসা বিদ্বেষ ভুলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হৃদয়ের রক্তক্ষরণ।
  • ভাস্কর অনির্বাণ ১৯/০৭/২০২১
    চমৎকার ভাবনা
 
Quantcast