বলছিলো লোকে কালো
বলছিলো লোকে কালো
মোঃ রায়হান কাজী
------------------------
বলছিলো লোকে সীমানার প্রাচীর অতিক্রম করে,
আমি শুনছিলাম আকস্মিক কথা শান্ত হয়ে।
কী বুঝাতে চাচ্ছে তারা জনসমুদ্রের ভিড়ে?
পারিনি আমি সঠিকভাবে অনুধাবন করতে।
দিন যতই ফুরচ্ছে সময়তো চলে যাচ্ছে,
স্মৃতি চিহ্নগুলো রয়ে গেছে আগের মতো করে।
কালো নিষ্ঠা মেয়ে বলে কথা উড়ে হাওয়ার তালে,
কী বলছে লোকজন বুঝিনি কথার মানে?
কালো তারে বলে মহল্লার লোকে দিবালোকে,
উদ্দেশ্যে কী আমিতো জানি না নতুন বলে?
আষাঢ়ের দিনে চারদিকে অন্ধকার নেমে এলে,
এসব দুষ আমার উপরে কেন এসে পরে?
দুএকজন শ্যামা মেয়ে বলে ব্যস্ত রৌদ্রস্নাত ক্ষণে,
রাস্তা দিয়ে হাঁট ছিলো এঁকেবেঁকে গোধূলিতে।
মলিন চেহারা কালো হরিণী চোখের চাহনিতে,
সাদা পোশাকে ঘোমটা ছিলোনা তার কেশ জুড়ে।
আকাশ পানে নীলের সীমানা ছুঁয়ে যুগল ভুরু,
শুনেছো ইমু মেঘেরা ডাকছে যে গুরুগুরু।
দক্ষিণের বাতাসে এলো হঠাৎ দুটি মেয়ে ধেয়ে,
আলোর কাছে দাঁড়িয়ে ছিলাম রাস্তার মাঝে।
জয়মা কালি আমি তারে বলি দুষ্টমি করে,
যে যাই বলুক ময়নাটুনিরমার পাড়ায় গিয়ে।
কালো মেয়ে মাথায় পরে দেয়নি তো আর বাঁশ,
লজ্জা পেও নাকো তুমি দেয়নি তো আবকাশ।
মোঃ রায়হান কাজী
------------------------
বলছিলো লোকে সীমানার প্রাচীর অতিক্রম করে,
আমি শুনছিলাম আকস্মিক কথা শান্ত হয়ে।
কী বুঝাতে চাচ্ছে তারা জনসমুদ্রের ভিড়ে?
পারিনি আমি সঠিকভাবে অনুধাবন করতে।
দিন যতই ফুরচ্ছে সময়তো চলে যাচ্ছে,
স্মৃতি চিহ্নগুলো রয়ে গেছে আগের মতো করে।
কালো নিষ্ঠা মেয়ে বলে কথা উড়ে হাওয়ার তালে,
কী বলছে লোকজন বুঝিনি কথার মানে?
কালো তারে বলে মহল্লার লোকে দিবালোকে,
উদ্দেশ্যে কী আমিতো জানি না নতুন বলে?
আষাঢ়ের দিনে চারদিকে অন্ধকার নেমে এলে,
এসব দুষ আমার উপরে কেন এসে পরে?
দুএকজন শ্যামা মেয়ে বলে ব্যস্ত রৌদ্রস্নাত ক্ষণে,
রাস্তা দিয়ে হাঁট ছিলো এঁকেবেঁকে গোধূলিতে।
মলিন চেহারা কালো হরিণী চোখের চাহনিতে,
সাদা পোশাকে ঘোমটা ছিলোনা তার কেশ জুড়ে।
আকাশ পানে নীলের সীমানা ছুঁয়ে যুগল ভুরু,
শুনেছো ইমু মেঘেরা ডাকছে যে গুরুগুরু।
দক্ষিণের বাতাসে এলো হঠাৎ দুটি মেয়ে ধেয়ে,
আলোর কাছে দাঁড়িয়ে ছিলাম রাস্তার মাঝে।
জয়মা কালি আমি তারে বলি দুষ্টমি করে,
যে যাই বলুক ময়নাটুনিরমার পাড়ায় গিয়ে।
কালো মেয়ে মাথায় পরে দেয়নি তো আর বাঁশ,
লজ্জা পেও নাকো তুমি দেয়নি তো আবকাশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সানাউল্লাহ ২৭/০৬/২০২১চমৎকার অভিমানী কবিতা। শুভকামনা রইল কবি।
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৬/২০২১ভালো লেগেছে।
-
মাহতাব বাঙ্গালী ২০/০৬/২০২১ভালোই লিখেছেন; বেশ উপভোগ্য
-
আলমগীর সরকার লিটন ২০/০৬/২০২১বেশ ভাবনাময়