কথা ছিলো এ ধরাতে
কথা ছিলো এ ধরাতে
মোঃ রায়হান কাজী
---------------------
কথা ছিলো এ ধরাতে
তুমি বসে আমি দাঁড়িয়ে।
ভাবছি একা তোমায় নিয়ে
যাবো আমি অচীন পুরিতে।
আকাশ ভেদে তোমায় নিয়ে
ভাসবো দুজন নীলের মাঝে।
দেখবো আমরা গ্রহতারকা,
আনবো হাসি সূর্যমামা।
মিষ্টি হেসে আদর করে,
স্বপ্ন রাঙাবো অবেলাতে।
তোমার হাতটি ছুঁবো
আলতো করে ধরনীতে।
নিয়ে যাবো তোমায়
ভালোবাসার তাজমহলে।
দেখবে লোকে অবাক চোখে,
এ বন্ধন যেন সহজে না টুটে।
মোঃ রায়হান কাজী
---------------------
কথা ছিলো এ ধরাতে
তুমি বসে আমি দাঁড়িয়ে।
ভাবছি একা তোমায় নিয়ে
যাবো আমি অচীন পুরিতে।
আকাশ ভেদে তোমায় নিয়ে
ভাসবো দুজন নীলের মাঝে।
দেখবো আমরা গ্রহতারকা,
আনবো হাসি সূর্যমামা।
মিষ্টি হেসে আদর করে,
স্বপ্ন রাঙাবো অবেলাতে।
তোমার হাতটি ছুঁবো
আলতো করে ধরনীতে।
নিয়ে যাবো তোমায়
ভালোবাসার তাজমহলে।
দেখবে লোকে অবাক চোখে,
এ বন্ধন যেন সহজে না টুটে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৫/২০২১অসাধারণ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৬/০৫/২০২১ভালো লেখা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০৫/২০২১অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৫/২০২১ভালো।
-
টি এম আমান উল্লাহ ০৬/০৫/২০২১ভাল লাগল
-
ফয়জুল মহী ০৬/০৫/২০২১Excellent writen