রৌদ্রছায়া মুখখানা তার
রৌদ্রছায়া মুখখানা তার
মোঃ রায়হান কাজী
------------------------
রৌদ্রছায়া মুখখানা তার হাসির রেখায় ভরা,
স্নেহ মায়ায় আবদ্ধ তার অতিমধূর ধারা।
কাজল কালো আঁখি জোড়া তোমার
দুই গালে আর ঠোঁটে পরম মোহনাতে।
উঠলো জেগে হৃদয় মাঝে অন্তরালে,
যেন বুকের মাঝে ঢেউ খেলিয়ে ওঠে।
পরিপুষ্ট অঙ্গখানা তার হরিণীর রক্তিম আভা,
ভুরুর খাঁজে রেখেছি উল্কা আঁকা ফোঁটা।
তোমার কাছে আছে যে এক নিত্যসহচর,
হেলার কালে দেখে রাখি রাত্রি দুপুর ভর।
সঙ্গে রাখা যাবেনা তো জমলো কত কথা?
তুমি কী আর রাখবে খেয়াল আমার বেলা?
জানোই তো এই অসময়ে তোমায় দেখা ভাঁড়,
গুনছি প্রহর একাকী কখন তোমার দেখা পাই?
শুনতেছিলাম তোমার কথা বসে রাস্তার মোড়ে,
আবেগপ্রবণ হচ্ছি দেখ তোমার মিষ্টি কথা শুনে।
নিত্যনূতন সাঁজের বেলা দীর্ঘশ্বাস ফেলে,
কৌতুকময়ী তুমি বিচরণ করো আমার দেহ জুড়ে।
অন্তরজামী হয়ে কথা বলতে গেলে তোমার কাছে,
সবকথায় নিচ্ছ কেড়ে খেয়ালির বাঁশির সুরে।
লোক সম্মুখে বহির্মুখে ভাসছে কথা হাওয়ার তালে,
লিখছি আমি প্রেমকাব্যে মৃয়মান তোমায় ভেবে।
হে মায়ামুরতি বলেছো কী বাণী কাব্যিক ভাষায়,
ডুবিয়ে আমায় নব কৌশলে বিস্ময়ের পাতায়।
মোঃ রায়হান কাজী
------------------------
রৌদ্রছায়া মুখখানা তার হাসির রেখায় ভরা,
স্নেহ মায়ায় আবদ্ধ তার অতিমধূর ধারা।
কাজল কালো আঁখি জোড়া তোমার
দুই গালে আর ঠোঁটে পরম মোহনাতে।
উঠলো জেগে হৃদয় মাঝে অন্তরালে,
যেন বুকের মাঝে ঢেউ খেলিয়ে ওঠে।
পরিপুষ্ট অঙ্গখানা তার হরিণীর রক্তিম আভা,
ভুরুর খাঁজে রেখেছি উল্কা আঁকা ফোঁটা।
তোমার কাছে আছে যে এক নিত্যসহচর,
হেলার কালে দেখে রাখি রাত্রি দুপুর ভর।
সঙ্গে রাখা যাবেনা তো জমলো কত কথা?
তুমি কী আর রাখবে খেয়াল আমার বেলা?
জানোই তো এই অসময়ে তোমায় দেখা ভাঁড়,
গুনছি প্রহর একাকী কখন তোমার দেখা পাই?
শুনতেছিলাম তোমার কথা বসে রাস্তার মোড়ে,
আবেগপ্রবণ হচ্ছি দেখ তোমার মিষ্টি কথা শুনে।
নিত্যনূতন সাঁজের বেলা দীর্ঘশ্বাস ফেলে,
কৌতুকময়ী তুমি বিচরণ করো আমার দেহ জুড়ে।
অন্তরজামী হয়ে কথা বলতে গেলে তোমার কাছে,
সবকথায় নিচ্ছ কেড়ে খেয়ালির বাঁশির সুরে।
লোক সম্মুখে বহির্মুখে ভাসছে কথা হাওয়ার তালে,
লিখছি আমি প্রেমকাব্যে মৃয়মান তোমায় ভেবে।
হে মায়ামুরতি বলেছো কী বাণী কাব্যিক ভাষায়,
ডুবিয়ে আমায় নব কৌশলে বিস্ময়ের পাতায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রূপক কুমার রক্ষিত ০২/০৫/২০২১বেশ!
-
ফয়জুল মহী ০১/০৫/২০২১অসাধারণ সৃজন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৫/২০২১fabulous...
-
রূপক কুমার রক্ষিত ০১/০৫/২০২১ভালো লাগলো।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/০৫/২০২১খুব সুন্দর হয়েছে।