চঞ্চল অবুঝ মনখানা
চঞ্চল অবুঝ মনখানা
মোঃ রায়হান কাজী
--------------------
তোমার চঞ্চল অবুঝ মনখানা,
অকুল নদীতে স্রোতস্বিনী হয়ে বহিয়া।
এসে দাঁড়িয়ে ছিলো রাত্রিকালে একলা,
আমি চুপ করে ছিলাম নানা অজুহাতে।
আবেগঘন কথাবার্তার ফুলঝুরিতে তুমি
ছুটিয়ে আমি শুনছিলাম দূরে বসে।
আঁখিনত করে ডাক না দিয়ে তুমি,
স্মৃতিচারণ করছিলে আনমনে বলে বলে।
বলছিলে আমি নাকি জীবনসঙ্গী খুঁজছি,
ইঙ্গিতরসে ধ্বনি তরঙ্গ উঠছিলো ভেসে হাসি।
গোপন হৃদয় আপন করে করছিলাম খেলা,
কী কথায় ভাবছি বসে একাকী তোমার বেলা?
তোমাদের পাড়ায় গিয়ে চলার পথে,
কেমন করে এসে পড়লে আমার সামনে?
তোমার সঙ্গি যখন অট্টহাসিতে খিলখিলিয়ে হাসে,
তখন তুমি আমার দিকে অগ্রসর হতে চোখে পড়ে।
ফ্যাকাসে মুখখানা করে তাকিয়ে আমার দিকে,
ডাক দিয়েছিলাম তোমায় জয় মা কালি বলে।
মোঃ রায়হান কাজী
--------------------
তোমার চঞ্চল অবুঝ মনখানা,
অকুল নদীতে স্রোতস্বিনী হয়ে বহিয়া।
এসে দাঁড়িয়ে ছিলো রাত্রিকালে একলা,
আমি চুপ করে ছিলাম নানা অজুহাতে।
আবেগঘন কথাবার্তার ফুলঝুরিতে তুমি
ছুটিয়ে আমি শুনছিলাম দূরে বসে।
আঁখিনত করে ডাক না দিয়ে তুমি,
স্মৃতিচারণ করছিলে আনমনে বলে বলে।
বলছিলে আমি নাকি জীবনসঙ্গী খুঁজছি,
ইঙ্গিতরসে ধ্বনি তরঙ্গ উঠছিলো ভেসে হাসি।
গোপন হৃদয় আপন করে করছিলাম খেলা,
কী কথায় ভাবছি বসে একাকী তোমার বেলা?
তোমাদের পাড়ায় গিয়ে চলার পথে,
কেমন করে এসে পড়লে আমার সামনে?
তোমার সঙ্গি যখন অট্টহাসিতে খিলখিলিয়ে হাসে,
তখন তুমি আমার দিকে অগ্রসর হতে চোখে পড়ে।
ফ্যাকাসে মুখখানা করে তাকিয়ে আমার দিকে,
ডাক দিয়েছিলাম তোমায় জয় মা কালি বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৪/২০২১
-
ফয়জুল মহী ২৬/০৪/২০২১ভাল লাগলো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/০৪/২০২১excellent post...
থাকে কত ক্ষণ।