নববর্ষের শুভাগমন
নববর্ষের শুভাগমন
মোঃ রায়হান কাজী
------------------------
নববর্ষের শুভাগমনে মন আনন্দে ভরে,
এসোনা আলিঙ্গন করি তোমায় ছন্দ বন্ধনে।
ঘুড়ি কাটাকাটির আর মজার খেলা খেলে,
নতুন বছরকে বরণ করি লোকসংগীতের সাথে।
অপরূপা বসুন্ধরার সাজসজ্জা দেখে,
হৃদয়ে আমার সুখের শিহরণ জাগে।
জীর্ণতা দূরে ঠেলে মুক্ত প্রাঙ্গণে গিয়ে,
অরুণ আলোয় পুলকিত হয় নতুনত্বের সাথে।
বৈশাখে তুমি দিলে ধরা উৎসবের আমেজে,
আম কাঁঠালের গন্ধ ভাসে হাওয়ার সাথে।
বিত্তবানের চিত্র হয়ে নানা আয়োজন চোখে পড়ে,
পান্তা ইলিশ সিদল শুঁটকি ভর্তার বাহারি সাঁজে।
রঙবেরঙে শাড়ী আর পাঞ্জাবি পড়ে,
শিশু কিশোর যুবতীরা মেলার দিকে ছুটে।
সকল বিভেদ বিতন্ডা ভুলবো সবাই
আনন্দগণ এই মুহূর্তে এসে এক হয়ে।
অকুল নদীর স্রোতের টানে গাঁ ভাসিয়ে,
যাচ্ছে কেঁটে দিনগুলো আঙ্গুলের ফাঁকে।
হারিয়ে যাওয়া বৈশাখ আসবে না ফিরে,
মনের কোণে থাকবে কী স্মৃতি স্মারক হয়?
মোঃ রায়হান কাজী
------------------------
নববর্ষের শুভাগমনে মন আনন্দে ভরে,
এসোনা আলিঙ্গন করি তোমায় ছন্দ বন্ধনে।
ঘুড়ি কাটাকাটির আর মজার খেলা খেলে,
নতুন বছরকে বরণ করি লোকসংগীতের সাথে।
অপরূপা বসুন্ধরার সাজসজ্জা দেখে,
হৃদয়ে আমার সুখের শিহরণ জাগে।
জীর্ণতা দূরে ঠেলে মুক্ত প্রাঙ্গণে গিয়ে,
অরুণ আলোয় পুলকিত হয় নতুনত্বের সাথে।
বৈশাখে তুমি দিলে ধরা উৎসবের আমেজে,
আম কাঁঠালের গন্ধ ভাসে হাওয়ার সাথে।
বিত্তবানের চিত্র হয়ে নানা আয়োজন চোখে পড়ে,
পান্তা ইলিশ সিদল শুঁটকি ভর্তার বাহারি সাঁজে।
রঙবেরঙে শাড়ী আর পাঞ্জাবি পড়ে,
শিশু কিশোর যুবতীরা মেলার দিকে ছুটে।
সকল বিভেদ বিতন্ডা ভুলবো সবাই
আনন্দগণ এই মুহূর্তে এসে এক হয়ে।
অকুল নদীর স্রোতের টানে গাঁ ভাসিয়ে,
যাচ্ছে কেঁটে দিনগুলো আঙ্গুলের ফাঁকে।
হারিয়ে যাওয়া বৈশাখ আসবে না ফিরে,
মনের কোণে থাকবে কী স্মৃতি স্মারক হয়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৪/২০২১
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৪/২০২১নববর্ষ শুভ হোক সকল বাঙালির জীবনে।
-
আব্দুর রহমান আনসারী ১৩/০৪/২০২১বেশ ভালো
-
ফয়জুল মহী ১৩/০৪/২০২১সুন্দর প্রকাশ
মনে অনেক হর্ষ।