www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপেক্ষার আলিঙ্গনে

অপেক্ষার আলিঙ্গনে
মোঃ রায়হান কাজী
--------------------
অপেক্ষায় কাটছে প্রহর তোমাকে ভেবে,
শূন্য দিগন্তের মাঝে স্বপ্নগুলো ডানা মেলে।
অধীর আগ্রহে পুষ্পকাননে বসে আনমনে,
হেমন্তের পাতা ঝরা দিনে শুষ্ক বাতায়নে।
নিঃশব্দে দূরের আকাশে রূপ দেখে,
তোমাকে মিলিয়ে নেই রামধনুর সাঁজে।
খুব করে তোকে চাই নিজের কাছে,
ভালোবাসা বৃষ্টিতে হাঁটবো দুজন একী সাথে।

বন্ধন জোড়া এককরে যে পথ দিকহীন,
মিশেছে গিয়ে বহির্মুখে আলোর গহ্বরে।
তুমুল তোলপাড় হবে তোমার আমার সাথে,
প্রেমনিবেদন করবো তোমাকে পুষ্প উল্লাসে।
শিরা উপশিরা জুড়ে রক্তে ঢেউ উঠে,
কেন জানি তোমাকে ভাবতে ভালো লাগে?
খুঁনসুটিতে নিছক অবজ্ঞা বাড়ছে অভিমান,
যেন হাঁটহাঁটি করছি বিরহ বালুতে খালিপায়ে।

তবুও তোমায় আমি যেন আগলে রাখি বুকে,
অভিধানের শব্দ জোড়া এক করে মন মন্দিরে।
ঐ বৃক্ষ দাঁড়িয়ে আছে দেখ কালের সাক্ষি হয়ে,
যোগ্য পথিকের জন্য প্রতীক্ষমান পথ চেয়ে।
তুমি আমার জন্য দাঁড়াবে না কী অনড় বিশ্বাসে?
ব্যঞ্জনবিহীন দরকারী প্রতীক্ষার প্রহরের শব্দে।
তুমি আমি একীসাথে বৃক্ষ ছায়াতলে জড়িয়ে,
শিকড় গজাবে দুজনের বাহুবন্ধনের আলিঙ্গনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মুগ্ধ
  • নীলা ০৮/০৪/২০২১
    অসাধারন হয়েছে
  • এম এম হোসেন ০৭/০৪/২০২১
    চমৎকার
  • বেশ ভালো
  • তোমাকে পাবার জন্য কাটিল নিশি-দিবা,
    দিন নাই রাত নাই, এখন করি কি বা?
    তোমার বিহনে
    স্বয়নে স্বপন জাগরণে।
  • ফয়জুল মহী ০৭/০৪/২০২১
    সুনিপুনভাবে সাজিয়ে অসাধারণ রচনাশৈলী নির্মাণ করেছেন ।
 
Quantcast