স্নিগ্ধশ্যাম
স্নিগ্ধশ্যাম
মোঃ রায়হান কাজী
--------------------
সকলের আনন্দ গানে আমি দিব সুর,
কিছু জানি শব্দমালা প্রীতি-সুমধুর।
ছন্দের তালে বাজিয়ে কন্ঠের ধ্বনি,
দুঃখের ক্রন্দনে ভাসে বিষাদের মুত্তি।
রবির উদয়ন কালে কুসুমে চন্দনে,
অন্তরে ছন্দোগাথি বিচিত্র বন্ধনে।
তোমারই সীমান্ত রেখার বুক চিঁড়ে,
তরঙ্গ সঞ্চার করি নতুনত্বের সাথে।
তোমারে নিয়ে যাবো ডিঙ্গিতে করে,
ভাসবো একি সাথে ঢেউয়ের তালে।
রূপালি পলকে তোমাকে ছোঁয়াতে,
মিশে আছে স্নিগ্ধশ্যাম মাতৃমুখের গভীরে।
ভালো বাসিয়াছি বাংলার ধুলোমাটি,
হৃদয়প্রাণে সংগোপনে কিছুটা জমিয়ে রাখি।
মর্ত-কোলে ঘৃণা করে জন্মেছি ধরনীতে,
চাই না ছুটে স্বর্গলোক অপরূপ বসুন্ধরাতে।
মোঃ রায়হান কাজী
--------------------
সকলের আনন্দ গানে আমি দিব সুর,
কিছু জানি শব্দমালা প্রীতি-সুমধুর।
ছন্দের তালে বাজিয়ে কন্ঠের ধ্বনি,
দুঃখের ক্রন্দনে ভাসে বিষাদের মুত্তি।
রবির উদয়ন কালে কুসুমে চন্দনে,
অন্তরে ছন্দোগাথি বিচিত্র বন্ধনে।
তোমারই সীমান্ত রেখার বুক চিঁড়ে,
তরঙ্গ সঞ্চার করি নতুনত্বের সাথে।
তোমারে নিয়ে যাবো ডিঙ্গিতে করে,
ভাসবো একি সাথে ঢেউয়ের তালে।
রূপালি পলকে তোমাকে ছোঁয়াতে,
মিশে আছে স্নিগ্ধশ্যাম মাতৃমুখের গভীরে।
ভালো বাসিয়াছি বাংলার ধুলোমাটি,
হৃদয়প্রাণে সংগোপনে কিছুটা জমিয়ে রাখি।
মর্ত-কোলে ঘৃণা করে জন্মেছি ধরনীতে,
চাই না ছুটে স্বর্গলোক অপরূপ বসুন্ধরাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৩/২০২১excellent...
-
রেদোয়ান আহমেদ ২৪/০৩/২০২১বাহ দারুণ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৩/২০২১Beautiful
-
সেলিম রেজা সাগর ২৩/০৩/২০২১দারুণ
-
ফয়জুল মহী ২৩/০৩/২০২১একেবারে অন্য স্বাদের ছোঁয়া পেলাম.. মুগ্ধতা একরাশ শুভেচ্ছা রইল