তোমার মিষ্টি কথায়
তোমার মিষ্টি কথায়
মোঃ রায়হান কাজী
----------------------
তোমার মিষ্টি কথায় প্রেমে পড়েছি,
তাই রয়েছি বসে।
আসবে যখন চিলেকোঠায়,
আমায় পড়বে মনে।
ছুঁতে গিয়ে পাইনি ছুঁতে,
বিরহ বাঁধে মনের কোণে।
তুমি বাঁকা ঠোঁটে হেসে,
মনপ্রাণ সব নিয়েছো যে কেঁড়ে।
অনেক দোষে তপ্তহৃদয়,
তাই রয়েছি বসে।
আমায় যারা নিন্দা করে,
নিন্দা নয় যে মিছে।
তোর মন পাড়ায় ঘুরতে গিয়ে,
হারিয়েছি অজান্তেই না বুঝে।
শেষ হয়ে গেল বেলা দিগন্তে,
গোধূলির কালোছায়া পড়ছে শরীরে।
ডাকতে যারা এসেছিলো
এ পাড়াতে সব হয়েছে মিছে।
তোমার হাতেই ধরা দিবো,
তাই রয়েছি বসে।
মোঃ রায়হান কাজী
----------------------
তোমার মিষ্টি কথায় প্রেমে পড়েছি,
তাই রয়েছি বসে।
আসবে যখন চিলেকোঠায়,
আমায় পড়বে মনে।
ছুঁতে গিয়ে পাইনি ছুঁতে,
বিরহ বাঁধে মনের কোণে।
তুমি বাঁকা ঠোঁটে হেসে,
মনপ্রাণ সব নিয়েছো যে কেঁড়ে।
অনেক দোষে তপ্তহৃদয়,
তাই রয়েছি বসে।
আমায় যারা নিন্দা করে,
নিন্দা নয় যে মিছে।
তোর মন পাড়ায় ঘুরতে গিয়ে,
হারিয়েছি অজান্তেই না বুঝে।
শেষ হয়ে গেল বেলা দিগন্তে,
গোধূলির কালোছায়া পড়ছে শরীরে।
ডাকতে যারা এসেছিলো
এ পাড়াতে সব হয়েছে মিছে।
তোমার হাতেই ধরা দিবো,
তাই রয়েছি বসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৩/২০২১Sweet is not always good.
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০৩/২০২১সুন্দর লেখা!
-
ফয়জুল মহী ১৫/০৩/২০২১অনেক সুন্দর লিখেছেন l