প্রেমে প্রাণে গানে গন্ধে ছন্দে
প্রেমে প্রাণে গানে গন্ধে ছন্দে
মোঃ রায়হান কাজী
--------------------------
প্রেমে প্রাণে গানে গন্ধে ছন্দে একত্রে করিয়া,
অলস আঁখির আবরণ জোড়া গেল খুলিয়া।
চেতনার অমলিন কল্যাণে স্রোতস্বিনী বহিয়া,
জীবন প্রবাহিত হলো একান্ত সুধাময় ভরিয়া।
দিকে দিকে আজ ফুটিয়া ফুলের রন্ধ্রে,
মৃদু আলোতে জাগিল আমার হৃদযন্ত্র ।
প্লাবিত করিয়া নিখিল ধরনীর অন্তরালে,
তোমার ছোঁয়ার অমৃত পড়িতেছে ঝরিয়া।
নীরব বাতায়নে জাগ্রত দ্বার খুলিয়া,
উষার উদয়নকালে দুজনা একসাথে বসিয়া।
দেখবো নীলাভ ঘাস নীল আকাশ জুড়িয়া,
পাখিদের নীড় বর্তমান যাচ্ছে দূরে উড়িয়া।
মন্দ মধুর আলাপনে বসিয়া নির্জন দ্বারে,
তোমার স্পর্শ পেতে ইচ্ছুক মন একান্ত বিলাসে।
সাজাবো তরুলতা দিয়ে পুষ্পসজ্জা আবেশে,
হারাবো দুজনাই স্বপ্নলোকের অতুল গভীরে।
মোঃ রায়হান কাজী
--------------------------
প্রেমে প্রাণে গানে গন্ধে ছন্দে একত্রে করিয়া,
অলস আঁখির আবরণ জোড়া গেল খুলিয়া।
চেতনার অমলিন কল্যাণে স্রোতস্বিনী বহিয়া,
জীবন প্রবাহিত হলো একান্ত সুধাময় ভরিয়া।
দিকে দিকে আজ ফুটিয়া ফুলের রন্ধ্রে,
মৃদু আলোতে জাগিল আমার হৃদযন্ত্র ।
প্লাবিত করিয়া নিখিল ধরনীর অন্তরালে,
তোমার ছোঁয়ার অমৃত পড়িতেছে ঝরিয়া।
নীরব বাতায়নে জাগ্রত দ্বার খুলিয়া,
উষার উদয়নকালে দুজনা একসাথে বসিয়া।
দেখবো নীলাভ ঘাস নীল আকাশ জুড়িয়া,
পাখিদের নীড় বর্তমান যাচ্ছে দূরে উড়িয়া।
মন্দ মধুর আলাপনে বসিয়া নির্জন দ্বারে,
তোমার স্পর্শ পেতে ইচ্ছুক মন একান্ত বিলাসে।
সাজাবো তরুলতা দিয়ে পুষ্পসজ্জা আবেশে,
হারাবো দুজনাই স্বপ্নলোকের অতুল গভীরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আশরাফুল হক মহিন ১৩/০৩/২০২১nice priyo
-
শাহনূর ১১/০৩/২০২১আপনার সুন্দর ছন্দে রন্ধ্রে রন্ধ্রে আমি মুগ্ধ হলাম।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/০৩/২০২১বাহ্
-
ফয়জুল মহী ০৯/০৩/২০২১Amazing writen
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/০৩/২০২১অতি উত্তম।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/০৩/২০২১awesome