বিরহ কথন
বিরহ কথন
মোঃ রায়হান কাজী
--------------------
দূর আকাশে নীলের ছায়াতলে
সাজে হে তারায় তারায় আলো জ্বালিয়ে।
অনিমেষ পল্লবদলে বসন্তের হাওয়াতে
নীরবে দাঁড়িয়ে স্মৃতিকাহন উঠছে ভেসে।
কত রূপ আছে ধরনীর মাঝে ছায়াতলে,
তোমারি বিরহে প্রাণে ঝংকার তুলে।
শত অভিযোগ অস্বীকার করেছ তুমি,
পিছনে ফেলে এসেছি এই বিস্তৃত বাতায়নে।
কতশত প্রেমের বেদনার সুর ভাসে দিগন্তে,
তোমারি গভীর মোহে বাসনা জাগায় হৃদয়ে।
সুখ দুঃখ স্মৃতিচারণ মণিকোঠায় আছে জমে,
জীবন কেন জানি উদাসিনতায় ভরে থাকে?
আমার হিয়ার মাঝে গানের সুর গলিয়া ঝরে,
বিরহ কথন উঠছে পুষ্পকাননে ভরিয়া অন্তরে।
মোঃ রায়হান কাজী
--------------------
দূর আকাশে নীলের ছায়াতলে
সাজে হে তারায় তারায় আলো জ্বালিয়ে।
অনিমেষ পল্লবদলে বসন্তের হাওয়াতে
নীরবে দাঁড়িয়ে স্মৃতিকাহন উঠছে ভেসে।
কত রূপ আছে ধরনীর মাঝে ছায়াতলে,
তোমারি বিরহে প্রাণে ঝংকার তুলে।
শত অভিযোগ অস্বীকার করেছ তুমি,
পিছনে ফেলে এসেছি এই বিস্তৃত বাতায়নে।
কতশত প্রেমের বেদনার সুর ভাসে দিগন্তে,
তোমারি গভীর মোহে বাসনা জাগায় হৃদয়ে।
সুখ দুঃখ স্মৃতিচারণ মণিকোঠায় আছে জমে,
জীবন কেন জানি উদাসিনতায় ভরে থাকে?
আমার হিয়ার মাঝে গানের সুর গলিয়া ঝরে,
বিরহ কথন উঠছে পুষ্পকাননে ভরিয়া অন্তরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৫/০৩/২০২১অসাধারণ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৪/০৩/২০২১অসাধারণ
-
ফয়জুল মহী ০৪/০৩/২০২১চমৎকার প্রকাশ।
-
আলমগীর সরকার লিটন ০৪/০৩/২০২১চমৎকার কবি দা