আত্মভোলা বসন্ত
আত্মভোলা বসন্ত
মোঃ রায়হান কাজী
--------------------
বহু কামনা-বাসনায় হৃদয়ে সঞ্চিত রেখে,
বঞ্চিত কৃপা মহাদানের যোগ্য করে।
নিতেছ আমায় তনুশ্রী আকাশ প্রাণে,
অতি ইচ্ছায় সংকটময় মুহূর্তে প্রসারিত হয়ে।
আমি কখনোবা উড়ি কখনোবা চড়ি,
নিজের ভুলে দুরন্তপনায় পথের লক্ষ্য ধরে।
যখন যাবে তুমি নিষ্ঠুরতম দিগন্তের সম্মুখ হতে,
সরে গিয়ে পূর্ণ করিয়া জীবনভর এই দ্বারে।
আমার প্রাণ হল প্রাণবান হিয়াতলে,
হেলাভরে হেসে ভেবেছিলাম যাবো ছায়ারূপে।
চুপিসারে উন্মুক্ত নিমেষে আত্মভোলা বসন্তে,
এই খেলা খেলে হারাবো সুদূর প্রসারিত পথে।
ভ্রমর পুষ্পরেণু পরে প্রেমের অমৃতস্নানে,
সে যে হারিয়েছে মর্তের স্বপ্ন ভুলে দিবালোকে।
লভিল সৌরভ পলাশ ফুলের স্নিগ্ধ বাতায়নে,
দেখি ধরা পড়ে গানের সুরে এলোকেশী পরানে।
নাচাহিতে হায় করেছ দান ভুবন মাঝে,
আপন সখার মতো হেসে এই তৃণাঞ্চলে,
হেসে বেড়িয়েছি কতনা বন-বনান্তে।
সবি যেন দাঁড়িয়ে আছে একান্ত নির্জনে।
মোঃ রায়হান কাজী
--------------------
বহু কামনা-বাসনায় হৃদয়ে সঞ্চিত রেখে,
বঞ্চিত কৃপা মহাদানের যোগ্য করে।
নিতেছ আমায় তনুশ্রী আকাশ প্রাণে,
অতি ইচ্ছায় সংকটময় মুহূর্তে প্রসারিত হয়ে।
আমি কখনোবা উড়ি কখনোবা চড়ি,
নিজের ভুলে দুরন্তপনায় পথের লক্ষ্য ধরে।
যখন যাবে তুমি নিষ্ঠুরতম দিগন্তের সম্মুখ হতে,
সরে গিয়ে পূর্ণ করিয়া জীবনভর এই দ্বারে।
আমার প্রাণ হল প্রাণবান হিয়াতলে,
হেলাভরে হেসে ভেবেছিলাম যাবো ছায়ারূপে।
চুপিসারে উন্মুক্ত নিমেষে আত্মভোলা বসন্তে,
এই খেলা খেলে হারাবো সুদূর প্রসারিত পথে।
ভ্রমর পুষ্পরেণু পরে প্রেমের অমৃতস্নানে,
সে যে হারিয়েছে মর্তের স্বপ্ন ভুলে দিবালোকে।
লভিল সৌরভ পলাশ ফুলের স্নিগ্ধ বাতায়নে,
দেখি ধরা পড়ে গানের সুরে এলোকেশী পরানে।
নাচাহিতে হায় করেছ দান ভুবন মাঝে,
আপন সখার মতো হেসে এই তৃণাঞ্চলে,
হেসে বেড়িয়েছি কতনা বন-বনান্তে।
সবি যেন দাঁড়িয়ে আছে একান্ত নির্জনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২১/০২/২০২১প্রকৃতির ছোঁয়ায় বেশ প্রাণবন্ত।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/০২/২০২১খুবই সুন্দর ভাবনার প্রকাশ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/০২/২০২১অতি পছন্দনীয় হয়েছে।
-
ফয়জুল মহী ২০/০২/২০২১Excellent writen
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০২/২০২১দারুণ