মানবের মাঝে
মানবের মাঝে
মোঃ রায়হান কাজী
-------------------
মানবের মাঝে হিংসাত্মক নৈরাজ্য দেখে
ক্ষণিকের অনুভূতিটাই মিথ্যা রোষানলে।
কবে দুষ্টু শয়তানদের আসরের সাঙ্গ হবে,
মাটির মাঝে অসৎ উদ্দেশ্যের লীলা হবে।
তাইতো আমি এসেছি এই জগৎ সংসারে,
আজ বুঝি সর্বদ্বার উন্মুক্ত হবে মুক্ত প্রাঙ্গণে।
হিংসাত্মক তৎপরতার বিস্তার যাবে ঘুচে,
আনন্দ উল্লাসে জীবনের মাঝে নৃত্য ছুটে।
সব জড়তা আজ আর বাকি না রবে।
মরে গিয়েও বাঁচার আঙ্খাকা আছে হৃদয়ে,
সব কামনা-বাসনার সাঙ্গ হবে এই পথে।
মাঝ নদীতে নিভে যাবে জীবন ক্ষণিকের তরে।
সবকিছু মিলেমিশে একাকার হয়ে রক্ত বানী,
প্রকৃতির মাঝে লীলা হবে তোমার প্রেমে পড়ে।
সুখ দুঃখের বিচিত্র জগতে আত্মা যাবে চলে,
তুমি ছাড়া আর কিছুই রবে না-কো এই দ্বারে।
মোঃ রায়হান কাজী
-------------------
মানবের মাঝে হিংসাত্মক নৈরাজ্য দেখে
ক্ষণিকের অনুভূতিটাই মিথ্যা রোষানলে।
কবে দুষ্টু শয়তানদের আসরের সাঙ্গ হবে,
মাটির মাঝে অসৎ উদ্দেশ্যের লীলা হবে।
তাইতো আমি এসেছি এই জগৎ সংসারে,
আজ বুঝি সর্বদ্বার উন্মুক্ত হবে মুক্ত প্রাঙ্গণে।
হিংসাত্মক তৎপরতার বিস্তার যাবে ঘুচে,
আনন্দ উল্লাসে জীবনের মাঝে নৃত্য ছুটে।
সব জড়তা আজ আর বাকি না রবে।
মরে গিয়েও বাঁচার আঙ্খাকা আছে হৃদয়ে,
সব কামনা-বাসনার সাঙ্গ হবে এই পথে।
মাঝ নদীতে নিভে যাবে জীবন ক্ষণিকের তরে।
সবকিছু মিলেমিশে একাকার হয়ে রক্ত বানী,
প্রকৃতির মাঝে লীলা হবে তোমার প্রেমে পড়ে।
সুখ দুঃখের বিচিত্র জগতে আত্মা যাবে চলে,
তুমি ছাড়া আর কিছুই রবে না-কো এই দ্বারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম. মাহবুব মুকুল ০৭/০২/২০২১দুর্দন্ত অনুভূতির ছোঁয়া।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৬/০২/২০২১বেশ
-
এম এম হোসেন ০৬/০২/২০২১অসাধারণ
-
এম এম হোসেন ০৬/০২/২০২১ভাল তো
-
ফয়জুল মহী ০৬/০২/২০২১খুব সুন্দর অনুভূতির নিখুঁত কাব্য নির্মাণ, মুগ্ধতায় ছুঁয়ে গেলো মন।
ভালোলাগা আকাশসম।
শুভকামনা নিরন্তর প্রিয় , -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৬/০২/২০২১দারুণ
-
আলমগীর সরকার লিটন ০৬/০২/২০২১বেশ ভাবনাময় কবি দা
-
বোরহানুল ইসলাম লিটন ০৬/০২/২০২১সুন্দর কাব্যিকতা প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।