www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রঙচটা মন

রঙচটা মন
মোঃ রায়হান কাজী
------------------
হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে
তোমার চলে যাওয়া নিয়ে।
তবুও স্বপ্নগুলো আমায় পিছু টানছে
বারংবার অবগুণ্ঠিত শহরের মাঝে।
বৃষ্টি হয়ে হৃদগভীরে শিহরণ জাগাচ্ছে,
নিছক অবজ্ঞা মনের মাঝে চেপে বসেছে।
দূর আকাশের পছন্দের নীল রঙচটা
কেন জানী আজ ধূসর হয়ে ধরা দিচ্ছে।
ভালোলাগা ভালোবাসার মাঝে
কেন যেন অনীহা তৈরি হয়েছে।
শূন্যতার মাঝে পূর্ণতার অভাব,
কেন জানি অবজ্ঞার মাঝে হারিয়ে যাচ্ছে।
হাসনাহেনার গন্ধ এসময়ে
আমায় আমায় পাগল করে দিত প্রম নিবেদনে,
এখন তীব্র বিমুখতা ছাড়া
আর কিছুই মনে হয় না।
যে গোলাপ একসময় হৃদয়ে দোলা দিত,
তা রীতিমতো বিরক্তের কারণ হয়ে দাঁড়িয়েছে।
যে শিশিরে ভিজতে ভালো লাগতো
দূর্বা ঘাসের উপর বসে থাকতে কিংবা,
খালি পায়ে হাঁটতে শিহরণ জাগতো।
এখন আর তা ভালো লাগছেনা,
যদি কর্দমাক্ত হয়ে পিছলিয়ে পড়ে যায়।
কারণ হাত ধরে তোলার মতো কেউ নেই,
তুলে দিলে না হয় অবজ্ঞা দূরে ঠেলে
তোমার হাতের স্পর্শ পাওয়ার
বাহানাতে ইচ্ছে করেই পড়তাম দুএকবার।
আজ আর কিছুই ভালো লাগছে না,
পড়ার টেবিলে মন বসেনা।
ডাইরির পাতায় লিখতে গেলে,
কেন যেন ভিতর থেকে ছন্দ আসে না।
দু'লাইন লিখতে গেলে মাঝপথে,
কেন জানি কলমটা স্থির হয়ে যায়।
হঠাৎ করে মনের অজান্তেই,
নয়ন জোড়া লাল হয় মনের গহীনে।
মেঘ জমেছে মুক্ত নীলাম্বরীর বুকে,
একটু হলেই বৃষ্টি জড়বে অঝোর ধারায়।
সন্ধ্যাবেলায় ঝিঁঝি পোকার শব্দের তালে,
যেন বিরহের বাঁশি মাতন ওঠে বুক পিঞ্জরে।
জোনাকিপোকার মিটিমিটি আলো
মেঘাছন্ন পরিবেশে নিস্তব্ধতার সংকেত দিচ্ছে।
হয়তোবা যে স্বপ্ন আমায় দূরে নিয়ে যাচ্ছে,
এক নিমিষেই ভেঙে দিয়ে
তা আমায় কেন জানি মনে হচ্ছে
বিলীন করে দিচ্ছে অনেক দূরে অজানায়।
তবুও নিছক জড়তাকে সঙ্গে নিয়ে
মুক্ত প্রাঙ্গণে নতুন রবির কিরণের দিকে তাকিয়ে
ঝলমলিয়ে আলোর পসরা সাজিয়ে,
স্বপ্নবুনি নবআশা মনের মাঝে উদয়নকালে।
যাবো এগিয়ে নতুন ভোরে আলোর সাথে
সব কিছুর উর্ধে গিয়ে জড়তাকে সরিয়ে দিতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লেখা।
  • চমৎকার কথামালা।
  • ফয়জুল মহী ২৫/০১/২০২১
    অসাধারন! চমৎকার লিখেছেন কবি।
  • চমৎকার লেখেছেন কবি দা
 
Quantcast