নীলাভ্র
নীলাভ্র
মোঃ রায়হান কাজী
-----------------------------
ঐ দূর দিগন্ত নীলের মাঝে পরিব্যক্ত,
কুয়াশার চাদরের আবরণ আদিগন্ত।
ধূসর ছায়ায় হয়েছে মলিন নীলাভ্র,
গগনচুম্বী অবারিত শিহরণে ভূমিপ্রান্ত।
স্বপ্ন ছোঁয়ার আকাঙ্খা বাড় বাড়ন্ত,
এই পথ চলাতে অভিলাষ ক্লান্ত।
সবুজ সজীবতার আশ্বাসের স্পর্শে,
ইচ্ছেরা ডানা মেলে নীল অফুরন্ত।
বেঁচে থাকার নিশ্বাস যেন প্রানবন্ত,
ভালোবাসার অভিজাত অতলান্ত।
ছন্দ হারায় শূন্যতার মাঝে আগন্ত,
পাখিদের নীড় চিত্রের ছবি নীলদিগন্ত।
মোঃ রায়হান কাজী
-----------------------------
ঐ দূর দিগন্ত নীলের মাঝে পরিব্যক্ত,
কুয়াশার চাদরের আবরণ আদিগন্ত।
ধূসর ছায়ায় হয়েছে মলিন নীলাভ্র,
গগনচুম্বী অবারিত শিহরণে ভূমিপ্রান্ত।
স্বপ্ন ছোঁয়ার আকাঙ্খা বাড় বাড়ন্ত,
এই পথ চলাতে অভিলাষ ক্লান্ত।
সবুজ সজীবতার আশ্বাসের স্পর্শে,
ইচ্ছেরা ডানা মেলে নীল অফুরন্ত।
বেঁচে থাকার নিশ্বাস যেন প্রানবন্ত,
ভালোবাসার অভিজাত অতলান্ত।
ছন্দ হারায় শূন্যতার মাঝে আগন্ত,
পাখিদের নীড় চিত্রের ছবি নীলদিগন্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৪/১২/২০২০প্রকৃতি-বন্দনা।
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/১২/২০২০জীবন ও প্রকৃতির অপূর্ব সমন্বয়।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/১২/২০২০ভালো
-
ফয়জুল মহী ১৪/১২/২০২০Excellent writen