www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমায় কেন বসিয়ে রাখ

আমায় কেন বসিয়ে রাখ
মোঃ রায়হান কাজী
--------------------------
রৌদ্রস্নাত প্রকৃতির মাঝে গুঞ্জন ওঠে,
মেঘের পর মেঘ জমেছে হৃদয়ের স্পন্দন জুড়ে।
আঁধার কালো হয়ে বৃষ্টি ঝড়ে নয়ন জোড়া দিয়ে,
আমায় কেন বসিয়ে রাখ একাকী নির্জনে?

দূরন্ত বাতায়নে জাগ্রত হচ্ছে প্রাণসঞ্চার,
স্বপ্ন বুননকৌশল বিধস্ত হবে কী অবেলাতে?
সূদুর প্রান্তের কাছে নীহারিকাগুলো যাচ্ছে ভেসে,
আমায় কেন বসিয়ে রাখ তোমার আশ্বাসে?

ধূসর গোধূলি বেলায় মেলে আঁখি,
কেবলি চেয়ে থাকি সীমাহীন গগনবিহারীতে।
কখন ধরা দিবে তুমি আমার মনের জানালাতে,
আমায় কেন বসিয়ে রাখ জনসমুদ্রের ভিড়ে?

শতদলের পদ্মরাজে জ্যোতিসমুদ্র মধু পানে,
কথাগুলো সব থমকে আছে নিরন্তর পথচলাতে।
বার্তাগুলো সংগোপনে রাখবে কী তোমার কাছে?
আমায় কেন বসিয়ে রাখ আক্ষেপের অন্তরালে?

অকূল স্রোতে গাঁ বাসিয়ে এখনো বসে আছি,
স্রোতস্বিনী হয়ে ভাসবে কী তুমি আমার সাথে?
ভাবনাগুলো দিচ্ছে উঁকি ভরা-পালে গৃহায়ণে,
আমায় কেন বসিয়ে রাখ খেয়াঘাটের প্রাঙ্গণে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রকৃতির ছোঁয়ায় প্রাণবন্ত উপহার।
  • ফয়জুল মহী ১২/১২/২০২০
    অত্যন্ত পরিপাটি লেখা।
  • দারুণ
 
Quantcast