মণিকোঠা
মণিকোঠা
মোঃ রায়হান বলেন
-------------------------
চোখের মণিকোঠার কোণের দিকে তাকিয়ে,
তুমি হাস খিলখিল করে না বুঝে!
দেখেছি নিজের প্রাণ চাইয়া উল্লাসে,
নিশি রাতদিন কাটে সাবধানে সর্বাঙ্গ জুড়ে।
আপনপর ভুলিয়া দক্ষিণপবনভরে পরিহাস,
আমি তাই লাজে যাই মরে স্রোতশ্রীনি ধারাতে।
পুলকব্যাকুল হিয়া অঙ্গ জুড়ে ওঠে যে শিহরণ,
সতত রাখিতে আর পারিনা ধরে রুদ্ধশ্বাসে।
আমার অন্তরদামী চেতনা জাগে অবেলাতে,
কেন যেন লেখা আসেনা ভিতর থেকে?
নাকি অসময়ের শব্দভেলা রয়েছে থমকে?
আঁধারের আলোতে বদ্ধ ঘরে বসে সংগোপনে
রদ্ধ হবে যখন শ্বাস অর্ধেক জানালা খুলে,
অফুরন্ত জীবনীশক্তি নিবো আহরণ করে।
সূর্য রশ্মির ছোঁয়াতে সমীকরণ গুলো যায় গুলিয়ে,
বসি গিয়ে বাতায়নে স্বপ্ন ডোর রোদ্দুরে ঝলমলে আলোতে।
ক্ষণতরে পুষ্প বাসর সাজিয়ে বক্ষ পিঞ্জরে,
অঙ্গখানি নবযৌবনকে ভালোবেসে হেনকালে।
পুষ্পের গন্ধ ভাসে খোলা-আকাশে স্বপ্ন বলে,
কিছুই আর থাকেনা তো স্মৃতির নীতিতে।
এমনি করে সকলবেলা ধরনীতে চঞ্চল খেলা,
নবীন শির যায় লুটিয়ে কোনো একদৃশ্যপটে।
হৃদয় প্রাণ সকল কিছু করিবো দান মুক্ত প্রাঙ্গনে,
শুধু রাখবো শরমখানি নিজহাতে সযত্নে মুড়িয়ে।
আঁখি জোড়া মেলে দেখেছ কী ধরনী অন্তরালে?
নাকি মণিকোঠা এখনো রেখেছ বন্ধ অন্ধকারে।
মোঃ রায়হান বলেন
-------------------------
চোখের মণিকোঠার কোণের দিকে তাকিয়ে,
তুমি হাস খিলখিল করে না বুঝে!
দেখেছি নিজের প্রাণ চাইয়া উল্লাসে,
নিশি রাতদিন কাটে সাবধানে সর্বাঙ্গ জুড়ে।
আপনপর ভুলিয়া দক্ষিণপবনভরে পরিহাস,
আমি তাই লাজে যাই মরে স্রোতশ্রীনি ধারাতে।
পুলকব্যাকুল হিয়া অঙ্গ জুড়ে ওঠে যে শিহরণ,
সতত রাখিতে আর পারিনা ধরে রুদ্ধশ্বাসে।
আমার অন্তরদামী চেতনা জাগে অবেলাতে,
কেন যেন লেখা আসেনা ভিতর থেকে?
নাকি অসময়ের শব্দভেলা রয়েছে থমকে?
আঁধারের আলোতে বদ্ধ ঘরে বসে সংগোপনে
রদ্ধ হবে যখন শ্বাস অর্ধেক জানালা খুলে,
অফুরন্ত জীবনীশক্তি নিবো আহরণ করে।
সূর্য রশ্মির ছোঁয়াতে সমীকরণ গুলো যায় গুলিয়ে,
বসি গিয়ে বাতায়নে স্বপ্ন ডোর রোদ্দুরে ঝলমলে আলোতে।
ক্ষণতরে পুষ্প বাসর সাজিয়ে বক্ষ পিঞ্জরে,
অঙ্গখানি নবযৌবনকে ভালোবেসে হেনকালে।
পুষ্পের গন্ধ ভাসে খোলা-আকাশে স্বপ্ন বলে,
কিছুই আর থাকেনা তো স্মৃতির নীতিতে।
এমনি করে সকলবেলা ধরনীতে চঞ্চল খেলা,
নবীন শির যায় লুটিয়ে কোনো একদৃশ্যপটে।
হৃদয় প্রাণ সকল কিছু করিবো দান মুক্ত প্রাঙ্গনে,
শুধু রাখবো শরমখানি নিজহাতে সযত্নে মুড়িয়ে।
আঁখি জোড়া মেলে দেখেছ কী ধরনী অন্তরালে?
নাকি মণিকোঠা এখনো রেখেছ বন্ধ অন্ধকারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কুমারেশ সরদার ১১/১২/২০২০শাবাশ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১১/১২/২০২০চমৎকার।
-
সাইয়িদ রফিকুল হক ১০/১২/২০২০বাঃ
-
Md. Jahangir Hossain ১০/১২/২০২০মনোমুগ্ধকর।
-
ফয়জুল মহী ১০/১২/২০২০Valo laglo kobita