দুর্বল দুরাশা
দুর্বল দুরাশা
মোঃ রায়হান কাজী
---------------------
হৃদয়ের এ কেমন দুর্বল দুরাশা,
অভিশপ্ত দেহে প্রেতাত্মার পিপাসা।
সাধের বস্তুর মাঝে ও রয়েছে উতলা,
চাই আরও চাই এই মনের কামনা-বাসনা।
সলিলসমাধি রয়েছে শুধু নেই দেহখানা,
নিষ্ফল হয়েছে ভাবাবেগ মত্তলোকের আশা।
চরণ দুখানা নির্বিত্তে ফুলের শৃঙ্খল সাজিয়ে,
বিশ্বদর্শনে চিত্রপট যেন তুলির আঁচড়ে আঁকা।
পথের কাছে বসে কেবলই দূরে তাকিয়ে থাকা,
সকলি হয়েছে নিস্ফল নিরাশা জীবন মানেই দুরাশা।
মানবজীবন নিয়ে একান্তভাবেই থাকে জড়তা,
কাটেনি তো তার কিছুই কাটেনি নিছক আবছায়া।
কোথায় রয়েছে জীবন সংসারের রহস্য?
অন্বেষণ ভূমি নিজের অস্তিমজ্জায় চিন্তাধারা।
মহত্ত্বের আশার মাঝে কাঁটে নিতো হতাশা,
কোথায় দিবো ঝাঁপ কাটেনাতো ঘোর নির্বুদ্ধিতা।
মোঃ রায়হান কাজী
---------------------
হৃদয়ের এ কেমন দুর্বল দুরাশা,
অভিশপ্ত দেহে প্রেতাত্মার পিপাসা।
সাধের বস্তুর মাঝে ও রয়েছে উতলা,
চাই আরও চাই এই মনের কামনা-বাসনা।
সলিলসমাধি রয়েছে শুধু নেই দেহখানা,
নিষ্ফল হয়েছে ভাবাবেগ মত্তলোকের আশা।
চরণ দুখানা নির্বিত্তে ফুলের শৃঙ্খল সাজিয়ে,
বিশ্বদর্শনে চিত্রপট যেন তুলির আঁচড়ে আঁকা।
পথের কাছে বসে কেবলই দূরে তাকিয়ে থাকা,
সকলি হয়েছে নিস্ফল নিরাশা জীবন মানেই দুরাশা।
মানবজীবন নিয়ে একান্তভাবেই থাকে জড়তা,
কাটেনি তো তার কিছুই কাটেনি নিছক আবছায়া।
কোথায় রয়েছে জীবন সংসারের রহস্য?
অন্বেষণ ভূমি নিজের অস্তিমজ্জায় চিন্তাধারা।
মহত্ত্বের আশার মাঝে কাঁটে নিতো হতাশা,
কোথায় দিবো ঝাঁপ কাটেনাতো ঘোর নির্বুদ্ধিতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/১২/২০২০Nice.
-
Md. Jahangir Hossain ০৭/১২/২০২০মাহাত্ম্য নিয়ে লেখা।
-
ফয়জুল মহী ০৭/১২/২০২০সৌন্দর্যময় কথামালা ।