www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিছক অবজ্ঞা

নিছক অবজ্ঞা
মোঃ রায়হান কাজী
-------------------------
ভাসিয়া জীবনতরী জপিছে নামখানি,
নিস্ফল হয়েছে নয়ন জোড়া অসৎ কাজকর্ম দেখে।
লোক সম্মুখে বহির্মুখে পারিনি তো চাইতে,
মিথ্যা রোষানলে অনেকে পুড়ে অপবাদের আগুনে।
তরঙ্গ সঞ্চার করি মনের আনাচকানাচে,
ছড়িয়ে দেয় নিছক অবজ্ঞা মানবের তরে।
অবহেলার ভেড়াজালে আটকিয়ে দিবো তাকে,
এই মনোভাব ব্যক্ত হচ্ছে দিকবিদিকশুন্য পথে।

প্রবাহমান এই সংসারে সূক্ষ্ম রেশমের জালে,
মগ্ন থাকি সকাল,দুপুর মধুর তিমির বাসরে।
সহস্র সংলাপ বহুপাক্ষিকতার পথ চেয়ে,
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচার কাজকর্ম চলে।
লক্ষ্মণের আগমন যেন না শুকায় মাঝ নদীতে,
কেনই বা লুকিয়ে থাকবে মনুষ্যত্ব আড়ালে।
প্রকান্ড জগতের মাঝে জীবনী স্মতিতে কর্ম,
মুদ্রিত পাতা কেন কাঁদছে অন্ধ আঁখি মেলে?

চিন্তিত কাননে বলে কত কী খরস্রোতা নদীতে?
রক্তছবি দিনান্তের ক্লান্ত রবি উঠলো যে গগনে।
কুমান্ডের অভিসারে দীর্ঘ পথ চলাতে বহুরূপী,
মনের গহীনে জমছে ধূলা নিরবে নিভৃতে আচারবিধি দেখে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব সুন্দর।
  • পি পি আলী আকবর ০৫/১২/২০২০
    ভালো
  • সুন্দর হয়েছে।
  • ফয়জুল মহী ০৫/১২/২০২০
    বাহ , বেশ মোহনীয় পরিবেশন।
 
Quantcast