বাজিয়ে আপন তূর্য
বাজিয়ে আপন তূর্য
মোঃ রায়হান কাজী
-------------------------------
আমরা যাবো এগিয়ে সকল কিছুর উর্ধে গিয়ে,
সহস্র বাঁধা ডিঙিয়ে বিজয় চিনিয়ে আনতে।
এগিয়ে আমরা চলবোই অধীর উদ্দামে সুপথে,
থাকবো নাতো অন্ধকার কোণে কুণ্ঠিত হয়ে।
রইবে যারা পিছু কিছুর টানে ভ্রান্তির মাঝে,
কাঁদবে তারা কাঁদবে,পথ হারিয়ে শূন্য পথে।
মন আকাশে কালো মেঘ জমিয়ে অশ্রু যখন ঝড়বে,
কে তোমাকে জড়িয়ে ধরে আপন হৃদয়ে রাখবে?
রৌদ্রছায়া আলোর ফাঁকে গাছগাছালি নাচছে,
আপন গন্ডী ছাড়িয়ে গিয়ে কোনখানেতে থাকবে?
মধ্যদিনের সূর্য যখন মাথার উপর ডাকছে,
আলোর নেশায় গেছি খেপে ওরা ওতো ফুঁসছে?
ছিঁড়বো বাঁধা রক্ত হাতে সাহস সঞ্চার করে,
চলবো হেঁটে রৌদ্র স্রোতে আপন কাজে।
সাগর-গিরি করবোই জয় দুর্নিবার নির্জনে,
একলা পথে করিনিতো ভয়,না থাকলেও সঙ্গী।
নিজের ঘোরে আছি মেতে বাজিয়ে আপন তূর্য।
দাঁড়িয়ে আছে ওরা গন্ডী পেতে একলা পেয়ে,
সব ছাপিয়ে পিছন ফেলে ডানাঝাপটিয়ে মন আকাশে,
আনবো ছিনিয়ে বিজয় ধ্বনি,ওরা ওতো কাঁদবে।
মোঃ রায়হান কাজী
-------------------------------
আমরা যাবো এগিয়ে সকল কিছুর উর্ধে গিয়ে,
সহস্র বাঁধা ডিঙিয়ে বিজয় চিনিয়ে আনতে।
এগিয়ে আমরা চলবোই অধীর উদ্দামে সুপথে,
থাকবো নাতো অন্ধকার কোণে কুণ্ঠিত হয়ে।
রইবে যারা পিছু কিছুর টানে ভ্রান্তির মাঝে,
কাঁদবে তারা কাঁদবে,পথ হারিয়ে শূন্য পথে।
মন আকাশে কালো মেঘ জমিয়ে অশ্রু যখন ঝড়বে,
কে তোমাকে জড়িয়ে ধরে আপন হৃদয়ে রাখবে?
রৌদ্রছায়া আলোর ফাঁকে গাছগাছালি নাচছে,
আপন গন্ডী ছাড়িয়ে গিয়ে কোনখানেতে থাকবে?
মধ্যদিনের সূর্য যখন মাথার উপর ডাকছে,
আলোর নেশায় গেছি খেপে ওরা ওতো ফুঁসছে?
ছিঁড়বো বাঁধা রক্ত হাতে সাহস সঞ্চার করে,
চলবো হেঁটে রৌদ্র স্রোতে আপন কাজে।
সাগর-গিরি করবোই জয় দুর্নিবার নির্জনে,
একলা পথে করিনিতো ভয়,না থাকলেও সঙ্গী।
নিজের ঘোরে আছি মেতে বাজিয়ে আপন তূর্য।
দাঁড়িয়ে আছে ওরা গন্ডী পেতে একলা পেয়ে,
সব ছাপিয়ে পিছন ফেলে ডানাঝাপটিয়ে মন আকাশে,
আনবো ছিনিয়ে বিজয় ধ্বনি,ওরা ওতো কাঁদবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/১১/২০২০সুন্দর লিখেছেন। ধন্যবাদ ভাই।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/১১/২০২০চমৎকার।
-
ফয়জুল মহী ৩০/১১/২০২০অতুলনীয় ভাবনা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩০/১১/২০২০দারুণ