তোমার অন্তরালে
তোমার অন্তরালে
মোঃ রায়হান কাজী
-----------------------------
চাইছি নাকি আমি তোমায় কে যেন বলে ভাই?
এ কথাটি সদাই আমি কেন শুনতে পাই?
তুমি নাকি আমায় আকড়ে ধরতে চাও লালসা নিয়ে,
স্বার্থ অন্বেষিত হয়ে মিথ্যা রোষানলে পুড়াতে চাও আমাকে।
আমি এখন আর এসবের কাছে নাই রক্ষা করো প্রভু আমাকে।
থাকতে চাই দূর বহুদূর এসবকে পিছনে ফেলে,
হয়তো ভবিষ্যতের আড়ালে জাগরণী বার্তা নিয়ে।
সর্দা মানবের কল্যাণে করবো কাজ নিজেকে বিলিয়ে।
আমি থাকতে চাই নিজের সত্তায় মগ্ন হয়ে তোমাতে,
রক্তে মাংসে মিশে থাকা একান্ত প্রিয়জনের পথ চেয়ে।
তুমি আমার অপেক্ষায় বসে থাকা বেঞ্চের কোণে আলোড়নে।
জাগ্রত দ্বারে তোমার ভালোবাসায় ডুবন্ত আমি অবেলাতে।
শুনেছো তুমি অনেক কিছু তাও বলতে চাই,
মিথ্যা সবি অভিনয় কীভাবে বুঝায়?
রাত্রিতে যেমন ডুবে থাকে ঘোর অমানিশায়,
তাইতো প্রার্থনায় হাতরে বেড়ায় আলোর নিশায়।
নির্জনতায় গভীর মোহের মাঝে স্মৃতিকে লুকাই,
অশান্ত ঝড়ের অন্তরালে তোমাতে কেনই বা হারাই?
শান্তি তবু চাই সে প্রাণে, রৌদ্র ছায়ায় ফুল কুড়িতে।
মিষ্টি হেসে আলোর দেশে বাঁচব মোরা একসাথে।
মোঃ রায়হান কাজী
-----------------------------
চাইছি নাকি আমি তোমায় কে যেন বলে ভাই?
এ কথাটি সদাই আমি কেন শুনতে পাই?
তুমি নাকি আমায় আকড়ে ধরতে চাও লালসা নিয়ে,
স্বার্থ অন্বেষিত হয়ে মিথ্যা রোষানলে পুড়াতে চাও আমাকে।
আমি এখন আর এসবের কাছে নাই রক্ষা করো প্রভু আমাকে।
থাকতে চাই দূর বহুদূর এসবকে পিছনে ফেলে,
হয়তো ভবিষ্যতের আড়ালে জাগরণী বার্তা নিয়ে।
সর্দা মানবের কল্যাণে করবো কাজ নিজেকে বিলিয়ে।
আমি থাকতে চাই নিজের সত্তায় মগ্ন হয়ে তোমাতে,
রক্তে মাংসে মিশে থাকা একান্ত প্রিয়জনের পথ চেয়ে।
তুমি আমার অপেক্ষায় বসে থাকা বেঞ্চের কোণে আলোড়নে।
জাগ্রত দ্বারে তোমার ভালোবাসায় ডুবন্ত আমি অবেলাতে।
শুনেছো তুমি অনেক কিছু তাও বলতে চাই,
মিথ্যা সবি অভিনয় কীভাবে বুঝায়?
রাত্রিতে যেমন ডুবে থাকে ঘোর অমানিশায়,
তাইতো প্রার্থনায় হাতরে বেড়ায় আলোর নিশায়।
নির্জনতায় গভীর মোহের মাঝে স্মৃতিকে লুকাই,
অশান্ত ঝড়ের অন্তরালে তোমাতে কেনই বা হারাই?
শান্তি তবু চাই সে প্রাণে, রৌদ্র ছায়ায় ফুল কুড়িতে।
মিষ্টি হেসে আলোর দেশে বাঁচব মোরা একসাথে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/১১/২০২০অনন্য উপলব্ধির উপস্থাপন।
-
পি পি আলী আকবর ১৮/১১/২০২০ভালো
-
ফয়জুল মহী ১৮/১১/২০২০অনুপম অনুভূতি