www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্থান চাই

স্থান চাই
মোঃ রায়হান কাজী
----------------------------
খোলা প্রান্তরে ঘাসের ডগায় শিশির জমে,
জাগ্রত দ্বারে বাতাস বহে পরম আবেশে।
হৃদয় আমার নৈব আনন্দে বিমোহিত করে,
আমার সাথে তুমি আছো কবে থেকে?
মিলন লাগি তাহার সাথে সকাল সাঁঝে,
চন্দ্র,সূর্য তোমায় কেমন করে রাখবো ঢেকে?

গোপন দূত এসেছে আমার গৃহে,
কতকাল ডেকেছে আমায় চরণধ্বনির তালে?
ওগো পথিক, সময়ে পরিক্রমা থেকে বলছি শোন
হৃদয় হর্ষ কেন জানি উঠছে আজি কেঁপে কেঁপে।
ফুলের ভুবন থেকে সৌগন্ধ আসছে ভেসে,
ফুরোলো কী কাজ তবে আমার জগৎ সংসারে?

পায়ে পায়ে এগোতে এগোতে জীবন সন্ধিক্ষণে,
আমিতো চেয়ে আছি সকলের সবা-প্রাণে৷
স্থান চাইছি মানবের মাঝে স্মৃতিচিহ্ন হয়ে বাঁচতে।
ধূলিকণা পূর্ণ ধরনীতে সবকিছু নিচে চাপাপড়ে,
যেখানে আসনের মূল্যায়ন দিতে না হয়।
যেখানে মানে আর অপমানের রেখা দিয়ে,
ভাগ করার মতো অবশিষ্ট কিছু না থাকে অন্তরে।
আমি থাকতে চাই সেথা সকলের মাঝে।

যেখানে মিথ্যার আসনে না বসে সুচিন্তিত হয়ে,
বাহিরের আবরণে না ঢেকে নিজের মনুষ্যত্বকে।
উলঙ্গ আপনার একমাত্র পরিচয় এই দ্বারে।
এর বেশি কী আসে বলার ভাবিয়া পাইনা শেষপ্রান্তে এসে।
যেখানে সত্য নিয়ে বাঁচবো আমরা সকলের তরে।
যেথায় মিথ্যা কখনো ঢাকবে না আপন হৃদয়খানি,
ভরিয়া লইব সততার পরম দানে জগৎ বানী।
সেথায় স্থান চাই আমি সকলের প্রাণে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • obviously nice
  • অনন্য উপমার ঝঙ্কার।
  • বাঃ
  • ফয়জুল মহী ১৫/১১/২০২০
    মনোমুগ্ধকর
 
Quantcast