নবান্নের দেশে
নবান্নের দেশে
মোঃ রায়হান কাজী
------------------------
কার্তিকের ঐ নবান্নের দেশে,
শুভারম্ভের সূচনা ঘটে শীতকে নিয়ে।
উত্তরের হাওয়া বইছে দেখ বিস্তীর্ণ সীমারেখা জুড়ে,
ঘাসের ডগায় শিশির জমেছে মুক্তামণি হয়ে।
সূর্যের আলো পড়লে গায়ে মৃদুতা কেঁটে যায় মন থেকে,
রশি কাস্তে হাতে করে কৃষকেরা সব ফসলের মাঠে দিকে ছুটে।
আমন ধানের গন্ধে ব্যাকুুল কৃষাণীরাও মুচকি হাসে,
কীযে দারুণ অনুভূতি হচ্ছে দেখ হৃদয়ে দোলা লাগে?
ঠান্ডা হাওয়া আকাশ জুড়ে নতুন সুরে দেশ ভাসে,
খেজুর রসের গন্ধে মাতোয়ারা হয়ে মৌমাছিরা সব ছুটে আসে।
সাত সকালে মায়েরা সব হুলুস্থুল করে চুলার কাছে ছুটে,
পিঠাপুলির আনন্দে বাঙালিরা সব খুশির আমেজে মাতে।
নবান্নের এই সময়টা আসলো যে আবার ফিরে,
তৈরি হবে সুস্বাদু আর কত রকমের বাহারি সব পিঠে?
হেমন্তের এই উল্লাসে মন চায় হারাতে দূরের ধূসর প্রান্তে,
কুয়াশা মাখা শীতের চাদরে খুঁজে পাবে না কেউ আর আমাকে।
মোঃ রায়হান কাজী
------------------------
কার্তিকের ঐ নবান্নের দেশে,
শুভারম্ভের সূচনা ঘটে শীতকে নিয়ে।
উত্তরের হাওয়া বইছে দেখ বিস্তীর্ণ সীমারেখা জুড়ে,
ঘাসের ডগায় শিশির জমেছে মুক্তামণি হয়ে।
সূর্যের আলো পড়লে গায়ে মৃদুতা কেঁটে যায় মন থেকে,
রশি কাস্তে হাতে করে কৃষকেরা সব ফসলের মাঠে দিকে ছুটে।
আমন ধানের গন্ধে ব্যাকুুল কৃষাণীরাও মুচকি হাসে,
কীযে দারুণ অনুভূতি হচ্ছে দেখ হৃদয়ে দোলা লাগে?
ঠান্ডা হাওয়া আকাশ জুড়ে নতুন সুরে দেশ ভাসে,
খেজুর রসের গন্ধে মাতোয়ারা হয়ে মৌমাছিরা সব ছুটে আসে।
সাত সকালে মায়েরা সব হুলুস্থুল করে চুলার কাছে ছুটে,
পিঠাপুলির আনন্দে বাঙালিরা সব খুশির আমেজে মাতে।
নবান্নের এই সময়টা আসলো যে আবার ফিরে,
তৈরি হবে সুস্বাদু আর কত রকমের বাহারি সব পিঠে?
হেমন্তের এই উল্লাসে মন চায় হারাতে দূরের ধূসর প্রান্তে,
কুয়াশা মাখা শীতের চাদরে খুঁজে পাবে না কেউ আর আমাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাজেরা কোরেশী অপি ০৯/১১/২০২০খুবই সুন্দর, মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে......।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৯/১১/২০২০চমৎকার।
-
ফয়জুল মহী ০৯/১১/২০২০খুবই সুন্দর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/১১/২০২০দারুণ