সত্য কী আর নিত্য জপে
সত্য কী আর নিত্য জপে
মোঃ রায়হান কাজী
-------------------------
তোমাদের কথ্য কী আজ চিত্র হবে?
আমার সত্য তাহলে কী নিত্য জপে?
সত্যি খোঁজার বাহানা নিয়ে,
তাইতো আছি বসে উজান নদীর তীরে।
মিথ্যাকে দূরে ঠেলে সৃষ্টিতে বিস্তার,
সবাই মিলে চলোনা একসাথে সত্য বলি।
যত আছে বুদ্ধি আর জ্ঞান মনুষ্য জাতি,
একসাথে চলো দেয় প্রাণ মিথ্যার বলিদান।
মিথ্যাকে ধরিয়ে দিয়ে সকলের মাঝে সঁপি,
সকল বুদ্ধির মাঝে মানুষজন সত্য জপি।
সবমিথ্যা একাকার করে ওগো সত্যে,
আসবে কবে আমার বারান্দাতে তা বলো?
আপন অসত্যে দূরে সরিয়ে মরি,
তোমরা যে কী সব করো কে জানে?
কী কান্ডকারখানা ঘটিয়ে বসি না বুঝে?
ভূতুড়ে সব কার্যকলাপ চলে সবকিছু মিলিয়ে।
আমার আমরা একসঙ্গে মিলে,
নিজেদের করি চলো পরিপাটি সত্য দিয়ে।
সব দীদা দন্ডর অবসান ঘটিয়ে,
মিথ্যা সত্যির মধ্যে যাবে ঘুচে।
সত্য তোমার পূর্ণতা দেখবো কবে বলো না,
সকল সীমার বাঁধন পেরিয়ে নিখিল জগতে।
মোঃ রায়হান কাজী
-------------------------
তোমাদের কথ্য কী আজ চিত্র হবে?
আমার সত্য তাহলে কী নিত্য জপে?
সত্যি খোঁজার বাহানা নিয়ে,
তাইতো আছি বসে উজান নদীর তীরে।
মিথ্যাকে দূরে ঠেলে সৃষ্টিতে বিস্তার,
সবাই মিলে চলোনা একসাথে সত্য বলি।
যত আছে বুদ্ধি আর জ্ঞান মনুষ্য জাতি,
একসাথে চলো দেয় প্রাণ মিথ্যার বলিদান।
মিথ্যাকে ধরিয়ে দিয়ে সকলের মাঝে সঁপি,
সকল বুদ্ধির মাঝে মানুষজন সত্য জপি।
সবমিথ্যা একাকার করে ওগো সত্যে,
আসবে কবে আমার বারান্দাতে তা বলো?
আপন অসত্যে দূরে সরিয়ে মরি,
তোমরা যে কী সব করো কে জানে?
কী কান্ডকারখানা ঘটিয়ে বসি না বুঝে?
ভূতুড়ে সব কার্যকলাপ চলে সবকিছু মিলিয়ে।
আমার আমরা একসঙ্গে মিলে,
নিজেদের করি চলো পরিপাটি সত্য দিয়ে।
সব দীদা দন্ডর অবসান ঘটিয়ে,
মিথ্যা সত্যির মধ্যে যাবে ঘুচে।
সত্য তোমার পূর্ণতা দেখবো কবে বলো না,
সকল সীমার বাঁধন পেরিয়ে নিখিল জগতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/১১/২০২০চমৎকার।
-
ফয়জুল মহী ০৩/১১/২০২০বাহ সত্যি অনবদ্য লিখনশৈলী
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/১১/২০২০beautiful
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/১১/২০২০সুন্দর হয়েছে।