www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খোরাক চাই অন্তরে

খোরাক চাই অন্তরে
মোঃ রায়হান কাজী
------------------------
অজানাকে করিলে আপন
অন্তরে দিলানা ঠাঁই সহৃদয়ে।
পুরনো স্মৃতি ছেড়ে যায় কভু,
নতুনত্বের খোরাক চাই অন্তরে।
দূরকে করিবে যদি নিকট বন্ধু,
পরকে তাহলে করবে কী?
ভেবে চিন্তে উপায় না পায় ।

নূতনত্বের স্বাদ পেতে গিয়ে,
পুরাতনের সে কথা যে ভুলে যাই।
কত অজানা চোখের সামনে,
তা দেখতে কেন পাইনা জগৎ জুড়ে?
চির জনমের পরিচিত তবে,
নিখিল ধরনীর অন্তরালের চারদেয়ালে।
তোমাকে না জানলো কেউ অতঃপর,
নাই কোনো বাঁধা, নাই কোনো ভয়।

সবাই একসাথে স্বার্থপরতা দেখিয়ে,
যখন যেখানে লবে তোমাকে চিনবে সবে।
সর্বদা তুমি জাগিতেছ যেন ভিন্ন সুরে অন্যথায়,
রুপান্তরের ছেঁড়া জালের বিস্তার ঘটিয়ে।
তবুও কেন এতো পরিধি ক্রমশ বাড়ছে?
অর্থহীনতার জয়ধ্বনী সরবে উঠছে।
তা জানা নেই, বাতাস বহে মৃদুস্বরে।
আমার সুরগুলো উঠছে ভেসে অর্ধপূণ হারে,
কেন আমি পারিনা সমীকরণ মিলাতে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার ভাবনা
  • পি পি আলী আকবর ০২/১১/২০২০
    সুন্দর
  • ফয়জুল মহী ০১/১১/২০২০
    Excellent
 
Quantcast