নীলাদ্রি
নীলাদ্রি
মোঃ রায়হান কাজী
__________
অফুরন্ত ভালোবাসা তোমায় দিলাম,
আকাশে বাতাসে তা রটিয়ে দিলাম।
খুঁজে নিও শুভ্র ফুলের নির্যাসের মাঝে।
আমি অপেক্ষায় থাকবো তোমার ফেরা নিয়ে।
তুমি আসবে রাঙা চরণ দুখানা আলতা দিয়ে রাঙিয়ে,
পদচিহ্ন ফেলবে বুঁজি আমার মনের ঘরের চার দেয়ালে।
স্বপ্ন বুননকৌশল তীব্র আকাঙ্ক্ষা পোষণ করি সযত্নে,
সূক্ষ্ম হতে সূক্ষ্মতর হয়ে গেঁথে থাকবে বুক পিঞ্জরে।
গানের সুরের ছন্দ হয়ে তরঙ্গ ধ্বনিতে,
মুখরিত করবে গৃহকর্ম একান্ত বিলাসে।
বাকি পথটা পারি দেব ঘোড়ার রথে ভর করে
দূর আকাশের ধূসর কালো মেঘ ছুঁবো,
নীলাদ্রির মাঝে সুখের পুলকি ছুটিয়ে।
মোঃ রায়হান কাজী
__________
অফুরন্ত ভালোবাসা তোমায় দিলাম,
আকাশে বাতাসে তা রটিয়ে দিলাম।
খুঁজে নিও শুভ্র ফুলের নির্যাসের মাঝে।
আমি অপেক্ষায় থাকবো তোমার ফেরা নিয়ে।
তুমি আসবে রাঙা চরণ দুখানা আলতা দিয়ে রাঙিয়ে,
পদচিহ্ন ফেলবে বুঁজি আমার মনের ঘরের চার দেয়ালে।
স্বপ্ন বুননকৌশল তীব্র আকাঙ্ক্ষা পোষণ করি সযত্নে,
সূক্ষ্ম হতে সূক্ষ্মতর হয়ে গেঁথে থাকবে বুক পিঞ্জরে।
গানের সুরের ছন্দ হয়ে তরঙ্গ ধ্বনিতে,
মুখরিত করবে গৃহকর্ম একান্ত বিলাসে।
বাকি পথটা পারি দেব ঘোড়ার রথে ভর করে
দূর আকাশের ধূসর কালো মেঘ ছুঁবো,
নীলাদ্রির মাঝে সুখের পুলকি ছুটিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/১০/২০২০সুন্দর।
-
Md. Jahangir Hossain ১৭/১০/২০২০অসাধারণ
-
আব্দুর রহমান আনসারী ১৭/১০/২০২০চমৎকার
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/১০/২০২০nice
-
ফয়জুল মহী ১৭/১০/২০২০অনন্যসাধারণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/১০/২০২০nice