www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীলাদ্রি

নীলাদ্রি
মোঃ রায়হান কাজী
__________
অফুরন্ত ভালোবাসা তোমায় দিলাম,
আকাশে বাতাসে তা রটিয়ে দিলাম।
খুঁজে নিও শুভ্র ফুলের নির্যাসের মাঝে।
আমি অপেক্ষায় থাকবো তোমার ফেরা নিয়ে।

তুমি আসবে রাঙা চরণ দুখানা আলতা দিয়ে রাঙিয়ে,
পদচিহ্ন ফেলবে বুঁজি আমার মনের ঘরের চার দেয়ালে।
স্বপ্ন বুননকৌশল তীব্র আকাঙ্ক্ষা পোষণ করি সযত্নে,
সূক্ষ্ম হতে সূক্ষ্মতর হয়ে গেঁথে থাকবে বুক পিঞ্জরে।

গানের সুরের ছন্দ হয়ে তরঙ্গ ধ্বনিতে,
মুখরিত করবে গৃহকর্ম একান্ত বিলাসে।
বাকি পথটা পারি দেব ঘোড়ার রথে ভর করে
দূর আকাশের ধূসর কালো মেঘ ছুঁবো,
নীলাদ্রির মাঝে সুখের পুলকি ছুটিয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর।
  • Md. Jahangir Hossain ১৭/১০/২০২০
    অসাধারণ
  • চমৎকার
  • nice
  • ফয়জুল মহী ১৭/১০/২০২০
    অনন্যসাধারণ
  • nice
 
Quantcast